Ajker Patrika

আজকের পত্রিকায় চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৫: ২১
আজকের পত্রিকায় চাকরির সুযোগ

ফিচার বিভাগে জনবল নিয়োগের জন্য বিডি জবসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপের অধীন আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটি তাদের জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক

চাকরির ধরন: পূর্ণকালীন

যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়: প্রার্থীর সংগীত, সাহিত্য, ফ্যাশন ইত্যাদি মননশীল বিষয়ে আগ্রহ ও জানাশোনা থাকতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি/চিকিৎসা বিষয়ে নেটওয়ার্কিং থাকতে হবে। এমএস অফিস, বিশেষ করে এমএস ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে পারদর্শী হতে হবে। এআই ব্যবহার সম্পর্কে ধারণাসহ মোবাইল জার্নালিজম বা মোজো করার আগ্রহ থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তকে বেতনের পাশাপাশি লাঞ্চের সুবিধা: অর্ধেক ভর্তুকিসহ দুপুরে খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব ভাতা, হলিডে ডিউটি অ্যালাউন্স, পলিসি অনুযায়ী অর্জিত ছুটি নগদীকরণ, লেটনাইট ড্রপ ফ্যাসিলিটিজসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।

চাকরির দায়িত্ব: প্রযুক্তি পাতার জন্য যেসব কাজ করতে হবে: প্রযুক্তিজগতের নতুন বিষয় নিয়ে লেখার পাশাপাশি সংবাদ বা ফিচার সম্পাদনা করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক লেখকদের কাছ থেকে লেখা সংগ্রহ করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ অনুবাদ করতে হবে। দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ইভেন্ট ও কার্যক্রমের সংবাদ সংগ্রহসহ লেখা তৈরি করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কাজ করা, দেশীয় ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়াসহ প্রযুক্তি বিষয়ে যেসব প্রতিষ্ঠান দেশে কাজ করছে তাদের ওপর ফিচার লিখতে হবে।

স্বাস্থ্য পাতার জন্য যেসব কাজ করতে হবে: চিকিৎসাজগতের নতুন বিষয় নিয়ে লেখার পাশাপাশি সংবাদ বা ফিচার সম্পাদনা করতে হবে। মূলধারার চিকিৎসা ও বিকল্পধারার চিকিৎসাবিষয়ক লেখকদের কাছ থেকে লেখা সংগ্রহ করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ অনুবাদ করতে হবে। দেশের বিভিন্ন চিকিৎসাবিষয়ক প্রতিষ্ঠানের ইভেন্ট ও কার্যক্রমের সংবাদ সংগ্রহ করে লেখা তৈরি করতে হবে। চিকিৎসকসহ বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিতে হবে। সরকারি ও বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য ইনস্টিটিউট, সংগঠন ও ব্যক্তিসহ ক্যানসার সারভাইভারদের নিয়ে ফিচার লিখতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১ জুলাই ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত