Ajker Patrika

১৮৩ পদে লোক নেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় 

১৮৩ পদে লোক নেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর ও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থায়ী ও অস্থায়ী শূন্যপদে ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: টেইলার মাস্টার।
পদের সংখ্যা: ৬টি (স্থায়ী)।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ড্রেস মেকিংসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ৫৬টি (৩০টি স্থায়ী ও ২৬টি অস্থায়ী)।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে।

পদের নাম ও সংখ্যা: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।
পদের নাম ও সংখ্যা: ২৬টি (৮টি স্থায়ী ও ১৮টি অস্থায়ী)।
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৯৫টি (২৪টি স্থায়ী ও ৭১টি অস্থায়ী)।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা গ্রেড-২০।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

জেলা কোটা:
টেইলার মাস্টার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে খাগড়াছড়ি, পিরোজপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, বরিশাল, ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এ ছাড়া ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও অফিস সহায়ক পদের ক্ষেত্রে নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, জামালপুর, খাগড়াছড়ি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা সব পদেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮-৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ৩২ বছর। এ ছাড়া ২৫ মার্চ ২০২০ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হলে তিনিও আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ ও ২ নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে সার্ভিস চার্জসহ ২২৩ এবং ক্রমিক নম্বর ৩ ও ৪-এ বর্ণিত পদের ক্ষেত্রে ১১২ টাকা টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। উল্লেখ্য, পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না।

আবেদনের জন্য আবশ্যক আবেদনের সময়সীমার মধ্যে আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০, প্রস্থ ৩০০ পিক্সেল) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে পাঠাতে হবে। স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ 60 KB ও ছবির সাইজ সর্বোচ্চ 100 KB হতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রে পূরণ করা তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন সাবমিট করার আগেই তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

আবেদনের লিংক: অনলাইনে আবেদন করতে নির্ধারিত সময়ের মধ্যে এই লিংকে প্রবেশ করুন। বিস্তারিত জানতে অধিদপ্তরের এই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণের ১৪ মে তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়ে ১৪ জুন, ২০২৩ বিকেল ৪টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত