ইসলাম ডেস্ক
বিশ্বে প্রথমবারের মতো পানির নিচে ভাসমান মসজিদ নির্মিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ লক্ষ্যে ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহামের পরিকল্পনা ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ। এই মসজিদে মুসল্লিরা পানির নিচে নামাজ পড়ার অভিজ্ঞতা লাভ করবেন।
প্রকাশিত নকশা থেকে জানা যায়, মসজিদ কাঠামোর অর্ধেক অংশ পানির ওপরে থাকবে এবং বাকি অর্ধেক পানির নিচে নিমজ্জিত থাকবে। ওপরের অংশের প্রথম তলায় পুরুষের বসার স্থান ও কফিশপের জন্য বরাদ্দ করা হয়েছে। আর দ্বিতীয় তলায় নারীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। পানির নিচে নিমজ্জিত অংশ নামাজের জন্য বরাদ্দ।
মসজিদের সুযোগ সংবলিত এমন স্থাপনা বিশ্বে এটিই প্রথম। এতে ৫০ থেকে ৭৫ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদ অংশে ওয়াশরুম ও অজু করার ব্যবস্থা রাখা হবে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ‘ধর্মীয় পর্যটন প্রকল্প’ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মসজিদটির পরিকল্পনা ঘোষণা করা হয়।
আইএসিএডির কর্মকর্তা আহমেদ আল–মানসুর বলেন, ‘মসজিদের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।’ তবে মসজিদটি কোথায় নির্মিত হবে তা জানাননি আল-মানসুর। তিনি আরও বলেন, ‘মসজিদটি সমুদ্রতীরের খুবই কাছাকাছি হবে। মুসল্লিরা সেতু দিয়ে হেঁটে তাতে যেতে পারবেন।’
আল–মনসুর জানান, মসজিদটিতে সব ধর্মের মানুষের প্রবেশাধিকার থাকবে। তবে আমিরাতের অন্য মসজিদের মতো এখানেও পোশাকের বিধিনিষেধ মানতে হবে।
সূত্র: খালিজ টাইমস
বিশ্বে প্রথমবারের মতো পানির নিচে ভাসমান মসজিদ নির্মিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ লক্ষ্যে ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহামের পরিকল্পনা ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ। এই মসজিদে মুসল্লিরা পানির নিচে নামাজ পড়ার অভিজ্ঞতা লাভ করবেন।
প্রকাশিত নকশা থেকে জানা যায়, মসজিদ কাঠামোর অর্ধেক অংশ পানির ওপরে থাকবে এবং বাকি অর্ধেক পানির নিচে নিমজ্জিত থাকবে। ওপরের অংশের প্রথম তলায় পুরুষের বসার স্থান ও কফিশপের জন্য বরাদ্দ করা হয়েছে। আর দ্বিতীয় তলায় নারীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। পানির নিচে নিমজ্জিত অংশ নামাজের জন্য বরাদ্দ।
মসজিদের সুযোগ সংবলিত এমন স্থাপনা বিশ্বে এটিই প্রথম। এতে ৫০ থেকে ৭৫ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদ অংশে ওয়াশরুম ও অজু করার ব্যবস্থা রাখা হবে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ‘ধর্মীয় পর্যটন প্রকল্প’ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মসজিদটির পরিকল্পনা ঘোষণা করা হয়।
আইএসিএডির কর্মকর্তা আহমেদ আল–মানসুর বলেন, ‘মসজিদের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।’ তবে মসজিদটি কোথায় নির্মিত হবে তা জানাননি আল-মানসুর। তিনি আরও বলেন, ‘মসজিদটি সমুদ্রতীরের খুবই কাছাকাছি হবে। মুসল্লিরা সেতু দিয়ে হেঁটে তাতে যেতে পারবেন।’
আল–মনসুর জানান, মসজিদটিতে সব ধর্মের মানুষের প্রবেশাধিকার থাকবে। তবে আমিরাতের অন্য মসজিদের মতো এখানেও পোশাকের বিধিনিষেধ মানতে হবে।
সূত্র: খালিজ টাইমস
কোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মোমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্যে যেতে হলে মহানবী (সা.)-এর সুপারিশের বিকল্প নেই। তিন ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী (সা.) নিয়েছেন।
৮ ঘণ্টা আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
১৩ ঘণ্টা আগেআল্লাহর সন্তুষ্টি, প্রেম ও ভালোবাসা অর্জনের এক অনন্য প্রেমময় ও তুলনাহীন ইবাদত হজ। আজকের লেখায় আলোচনা করব হজের প্রকারভেদ, হজের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম বিষয়ে।
১ দিন আগেমুমিনের বহুল প্রত্যাশিত ইবাদত হজে মাবরুর। ‘হজে মাবরুর’ হজের একটি পরিভাষা। সহজে বললে, হজে মাবরুর হলো সেই হজ, যা আল্লাহর কাছে কবুল হয়। হজ পালনের সময় বিশুদ্ধ নিয়ত থাকা...
২ দিন আগে