মাহমুদ হাসান ফাহিম
হজ আল্লাহর প্রতি বান্দার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতোই নিষ্পাপ হওয়া যায়। (সহিহ্ বুখারি: ১৫২১)। আর কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। (সহিহ্ বুখারি: ১৬৫৮)
হজপালনের জন্য মক্কা গমন করা এবং কিছু আচার-অনুষ্ঠান সম্পাদনের মধ্যেই হজের উদ্দেশ্য শেষ নয়। বরং হজ-পরবর্তী সময়েও রয়েছে তাদের জন্য বিশেষ জীবনযাপন ও আমলি জিন্দেগি। হজের পর পাপমুক্ত জীবনযাপন করাই হলো হজ কবুল হওয়ার লক্ষণ।
হজের পর হাজিরা যদি যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে সেই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে আশা করা যায়। হজ-পরবর্তী জীবনে তারা যদি বেপরোয়া চলাফেরা করে, তাহলে সর্বসাধারণ আর তাদের মধ্যে কোনো তফাৎ থাকে না। তাই নিজে যেমন অন্যায় কাজ থেকে বিরত থাকবে, তেমনি অন্যকেও সব ধরনের অন্যায় থেকে বিরত রাখতে সচেষ্ট হবে।
নিজেকে কলুষমুক্ত রাখতে পাপমুক্ত জীবন গঠন করতে হবে। আকিদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগি, মুআমালা (লেনদেন), মুআশারা (সমষ্টিগত নীতি নৈতিকতা) ও আখলাক (স্বভাব-চরিত্র) ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর বিধান ও নবীজি (সা.)-এর সুন্নত মেনে চলবে।
যারা পবিত্র কাবা স্বচক্ষে দেখেছে এবং তাওয়াফের সৌভাগ্য লাভ করেছে, যারা সশরীরে রাসুলের রওজায় উপস্থিত হয়ে দরুদ ও সালাম পেশ করেছে—তাদের নিশ্চয়ই এসবের প্রেরণা জাগ্রত হয়েছে, সামনের জীবনেও তাতে অটল অবিচল থাকতে হবে।
ভালো বৈশিষ্ট্যগুলো জাগ্রত ও কার্যকর করে মন্দ স্বভাবের প্রবণতাগুলো নিয়ন্ত্রণ করা—একজন ভালো মানুষ হওয়ার বিকল্পহীন বিষয়। একজন সাধারণ মানুষের অসৎ আচরণের চেয়ে হাজি সাহেবের অসৎ আচরণ অধিক দৃষ্টিকটু। এ কারণে তাদের আচার-ব্যবহার সুন্দর ও শালীন হওয়া অধিক কাম্য।
নামের আগে আলহাজ বা হাজি উপাধি ব্যবহার করে নিজেকে সৌভাগ্যবান মনে করা অনুচিত। হ্যাঁ, একজন হাজি সাহেব তখনই সৌভাগ্যবান হবেন, যখন তার হজ-পরবর্তী জীবন হবে আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে অনুগামী।
লেখক: শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স টঙ্গী, গাজীপুর
হজ আল্লাহর প্রতি বান্দার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতোই নিষ্পাপ হওয়া যায়। (সহিহ্ বুখারি: ১৫২১)। আর কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। (সহিহ্ বুখারি: ১৬৫৮)
হজপালনের জন্য মক্কা গমন করা এবং কিছু আচার-অনুষ্ঠান সম্পাদনের মধ্যেই হজের উদ্দেশ্য শেষ নয়। বরং হজ-পরবর্তী সময়েও রয়েছে তাদের জন্য বিশেষ জীবনযাপন ও আমলি জিন্দেগি। হজের পর পাপমুক্ত জীবনযাপন করাই হলো হজ কবুল হওয়ার লক্ষণ।
হজের পর হাজিরা যদি যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে সেই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে আশা করা যায়। হজ-পরবর্তী জীবনে তারা যদি বেপরোয়া চলাফেরা করে, তাহলে সর্বসাধারণ আর তাদের মধ্যে কোনো তফাৎ থাকে না। তাই নিজে যেমন অন্যায় কাজ থেকে বিরত থাকবে, তেমনি অন্যকেও সব ধরনের অন্যায় থেকে বিরত রাখতে সচেষ্ট হবে।
নিজেকে কলুষমুক্ত রাখতে পাপমুক্ত জীবন গঠন করতে হবে। আকিদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগি, মুআমালা (লেনদেন), মুআশারা (সমষ্টিগত নীতি নৈতিকতা) ও আখলাক (স্বভাব-চরিত্র) ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর বিধান ও নবীজি (সা.)-এর সুন্নত মেনে চলবে।
যারা পবিত্র কাবা স্বচক্ষে দেখেছে এবং তাওয়াফের সৌভাগ্য লাভ করেছে, যারা সশরীরে রাসুলের রওজায় উপস্থিত হয়ে দরুদ ও সালাম পেশ করেছে—তাদের নিশ্চয়ই এসবের প্রেরণা জাগ্রত হয়েছে, সামনের জীবনেও তাতে অটল অবিচল থাকতে হবে।
ভালো বৈশিষ্ট্যগুলো জাগ্রত ও কার্যকর করে মন্দ স্বভাবের প্রবণতাগুলো নিয়ন্ত্রণ করা—একজন ভালো মানুষ হওয়ার বিকল্পহীন বিষয়। একজন সাধারণ মানুষের অসৎ আচরণের চেয়ে হাজি সাহেবের অসৎ আচরণ অধিক দৃষ্টিকটু। এ কারণে তাদের আচার-ব্যবহার সুন্দর ও শালীন হওয়া অধিক কাম্য।
নামের আগে আলহাজ বা হাজি উপাধি ব্যবহার করে নিজেকে সৌভাগ্যবান মনে করা অনুচিত। হ্যাঁ, একজন হাজি সাহেব তখনই সৌভাগ্যবান হবেন, যখন তার হজ-পরবর্তী জীবন হবে আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে অনুগামী।
লেখক: শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স টঙ্গী, গাজীপুর
ইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
৪ ঘণ্টা আগেআত্মীয়তার বন্ধন আছে বলেই পৃথিবী এত সুন্দর। পারস্পরিক সম্পর্কের এ বন্ধন না থাকলে হয়তো পৃথিবীর রূপ ভিন্ন থাকত। মা তার সন্তানের প্রতি, ভাই তার ভাইয়ের প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসার যে রূপ আমরা দেখতে পাই—তা হয়তো থাকত না। কোরআন ও হাদিসে আত্মীয়তার বন্ধন রক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেজুলুম আরবি শব্দ। জুলুমের অর্থ ব্যাপক এবং অনেক বিস্তৃত। সাধারণত জুলুম অর্থ নির্যাতন, নিপীড়ন। শরিয়তের পরিভাষায় জুলুম বলা হয়—কোনো উপযুক্ত জিনিসকে উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা। যে জুলুম করে তাকে জালিম বলা হয়। মানুষ বিভিন্ন পদ্ধতিতে একজন অন্যজনের ওপর জুলুম করে।
১৯ ঘণ্টা আগেমা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং নিরাপদ আশ্রয়স্থল। তাঁদের আদর-সোহাগে আমাদের জীবনের ভিত্তি রচিত হয়। তাঁদের ত্যাগ ও পরিশ্রমে গড়ে ওঠে সুন্দর ভবিষ্যৎ। তাঁদের ভরসায় আমরা শক্তি পাই এবং তাঁদের দোয়ায় জীবন সার্থক হয়। ইসলাম তাই মা-বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এবং তাঁদের প্রতি সদাচরণকে আল্লাহ তাআলার ইবাদতের
১ দিন আগে