হুসাইন আহমদ
দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করতে হয় প্রশান্ত চিত্ত ও দৃঢ় মনে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে কাঙ্ক্ষিত বিষয়ে আল্লাহর রহমত ও করুণা কামনা করে কায়মনোবাক্যে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই দোয়া করতে কখনো অবহেলা করা উচিত নয়। দোয়া কবুলের বিশেষ কিছু সময় হলো—
এক. ফরজ নামাজের পর। রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘হে রাসুলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়?’ তিনি বলেন, ‘রাতের শেষ সময়ে ও ফরজ নামাজের পরে।’ (তিরমিজি)
দুই. জুমার দিন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তবে আল্লাহ তা দান করবেন।’ (বুখারি)
তিন. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। সুতরাং তোমরা দোয়া করো।’ (তিরমিজি)
চার. রাতের শেষাংশে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব।’ (মুসলিম)
পাঁচ. সিজদারত অবস্থায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা এ সময় বেশি করে দোয়া করো।’ (আবু দাউদ)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করতে হয় প্রশান্ত চিত্ত ও দৃঢ় মনে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে কাঙ্ক্ষিত বিষয়ে আল্লাহর রহমত ও করুণা কামনা করে কায়মনোবাক্যে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই দোয়া করতে কখনো অবহেলা করা উচিত নয়। দোয়া কবুলের বিশেষ কিছু সময় হলো—
এক. ফরজ নামাজের পর। রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘হে রাসুলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়?’ তিনি বলেন, ‘রাতের শেষ সময়ে ও ফরজ নামাজের পরে।’ (তিরমিজি)
দুই. জুমার দিন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তবে আল্লাহ তা দান করবেন।’ (বুখারি)
তিন. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। সুতরাং তোমরা দোয়া করো।’ (তিরমিজি)
চার. রাতের শেষাংশে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব।’ (মুসলিম)
পাঁচ. সিজদারত অবস্থায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা এ সময় বেশি করে দোয়া করো।’ (আবু দাউদ)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
কোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মোমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্যে যেতে হলে মহানবী (সা.)-এর সুপারিশের বিকল্প নেই। তিন ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী (সা.) নিয়েছেন।
৭ ঘণ্টা আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
১২ ঘণ্টা আগেআল্লাহর সন্তুষ্টি, প্রেম ও ভালোবাসা অর্জনের এক অনন্য প্রেমময় ও তুলনাহীন ইবাদত হজ। আজকের লেখায় আলোচনা করব হজের প্রকারভেদ, হজের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম বিষয়ে।
১ দিন আগেমুমিনের বহুল প্রত্যাশিত ইবাদত হজে মাবরুর। ‘হজে মাবরুর’ হজের একটি পরিভাষা। সহজে বললে, হজে মাবরুর হলো সেই হজ, যা আল্লাহর কাছে কবুল হয়। হজ পালনের সময় বিশুদ্ধ নিয়ত থাকা...
১ দিন আগে