তাসনিফ আবীদ
মানুষের জীবনে প্রিয়জনের মৃত্যু এক গভীর শোক ও বেদনার সময়। এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কী হবে—ইসলাম সেই পথ নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছে। ইসলাম স্বাভাবিক আবেগকে দমন করতে বলেনি, বরং ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। প্রিয়জন হারিয়ে চোখের পানি ঝরানো নিষিদ্ধ নয়, কিন্তু শোক প্রকাশের কিছু সীমা-পরিসীমা ইসলামে নির্ধারিত রয়েছে।
প্রিয়জনের মৃত্যু মানুষের জীবনে বড় বিপদ ও পরীক্ষা। এমন মুহূর্তে আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছে ইসলাম। তবে অনেক সময় শোক এতই গভীর হয় যে কান্না নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের আবেগপ্রবণ কান্নার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা নেই।
প্রিয় পুত্র ইবরাহিম (রা.)-এর মৃত্যুতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কেও অশ্রুপাত করতে দেখা যায়। তখন সাহাবি আবদুর রহমান ইবনে আউফ (রা.) বিস্মিত হয়ে বলেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনিও কাঁদছেন?’ জবাবে রাসুল (সা.) বলেন, ‘এ কান্না হচ্ছে স্নেহ ও ভালোবাসার প্রকাশ।’
এরপর তিনি বলেন, ‘আমার হৃদয় বেদনাহত, চোখ দুটো অশ্রুসিক্ত। তবে আমি শুধু সে কথাগুলোই বলছি, যা আমার রবকে সন্তুষ্ট করে। ইবরাহিম, তোমার বিচ্ছেদে আমরা গভীরভাবে শোকাহত।’ (সহিহ্ বুখারি)
তবে কান্না যদি সীমালঙ্ঘন করে উচ্চ আওয়াজ, বিলাপ বা চিৎকারের রূপ নেয়, তাহলে তা ইসলামে নিরুৎসাহিত।
রাসুল (সা.) বলেন, ‘মৃত ব্যক্তির জন্য বিলাপ করা জাহেলি যুগের প্রথা। যে ব্যক্তি মৃত্যুর আগে এসব কাজ থেকে তওবা না করে, কিয়ামতের দিন তাকে আগুনের পোশাক পরানো হবে।’ (সুনানে ইবনে মাজাহ)
উল্লিখিত হাদিস থেকে বোঝা যায়, ইসলামে চোখের পানি ঝরানো নিষেধ নয়, কিন্তু অতিরিক্ত বিলাপ, চিৎকার বা অপসংস্কৃতিমূলক আচরণ অনুমোদিত নয়। মুমিন ব্যক্তি শোকের মধ্যেও ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টি বজায় রাখে। প্রিয়জন হারানোর কষ্টে হৃদয় বিদীর্ণ হলেও মুখে উচ্চারিত হওয়া উচিত এমন কথাই, যা রবের সন্তুষ্টির কারণ হয়।
মানুষের জীবনে প্রিয়জনের মৃত্যু এক গভীর শোক ও বেদনার সময়। এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কী হবে—ইসলাম সেই পথ নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছে। ইসলাম স্বাভাবিক আবেগকে দমন করতে বলেনি, বরং ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। প্রিয়জন হারিয়ে চোখের পানি ঝরানো নিষিদ্ধ নয়, কিন্তু শোক প্রকাশের কিছু সীমা-পরিসীমা ইসলামে নির্ধারিত রয়েছে।
প্রিয়জনের মৃত্যু মানুষের জীবনে বড় বিপদ ও পরীক্ষা। এমন মুহূর্তে আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছে ইসলাম। তবে অনেক সময় শোক এতই গভীর হয় যে কান্না নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের আবেগপ্রবণ কান্নার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা নেই।
প্রিয় পুত্র ইবরাহিম (রা.)-এর মৃত্যুতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কেও অশ্রুপাত করতে দেখা যায়। তখন সাহাবি আবদুর রহমান ইবনে আউফ (রা.) বিস্মিত হয়ে বলেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনিও কাঁদছেন?’ জবাবে রাসুল (সা.) বলেন, ‘এ কান্না হচ্ছে স্নেহ ও ভালোবাসার প্রকাশ।’
এরপর তিনি বলেন, ‘আমার হৃদয় বেদনাহত, চোখ দুটো অশ্রুসিক্ত। তবে আমি শুধু সে কথাগুলোই বলছি, যা আমার রবকে সন্তুষ্ট করে। ইবরাহিম, তোমার বিচ্ছেদে আমরা গভীরভাবে শোকাহত।’ (সহিহ্ বুখারি)
তবে কান্না যদি সীমালঙ্ঘন করে উচ্চ আওয়াজ, বিলাপ বা চিৎকারের রূপ নেয়, তাহলে তা ইসলামে নিরুৎসাহিত।
রাসুল (সা.) বলেন, ‘মৃত ব্যক্তির জন্য বিলাপ করা জাহেলি যুগের প্রথা। যে ব্যক্তি মৃত্যুর আগে এসব কাজ থেকে তওবা না করে, কিয়ামতের দিন তাকে আগুনের পোশাক পরানো হবে।’ (সুনানে ইবনে মাজাহ)
উল্লিখিত হাদিস থেকে বোঝা যায়, ইসলামে চোখের পানি ঝরানো নিষেধ নয়, কিন্তু অতিরিক্ত বিলাপ, চিৎকার বা অপসংস্কৃতিমূলক আচরণ অনুমোদিত নয়। মুমিন ব্যক্তি শোকের মধ্যেও ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টি বজায় রাখে। প্রিয়জন হারানোর কষ্টে হৃদয় বিদীর্ণ হলেও মুখে উচ্চারিত হওয়া উচিত এমন কথাই, যা রবের সন্তুষ্টির কারণ হয়।
ইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
৪ ঘণ্টা আগেআত্মীয়তার বন্ধন আছে বলেই পৃথিবী এত সুন্দর। পারস্পরিক সম্পর্কের এ বন্ধন না থাকলে হয়তো পৃথিবীর রূপ ভিন্ন থাকত। মা তার সন্তানের প্রতি, ভাই তার ভাইয়ের প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসার যে রূপ আমরা দেখতে পাই—তা হয়তো থাকত না। কোরআন ও হাদিসে আত্মীয়তার বন্ধন রক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেজুলুম আরবি শব্দ। জুলুমের অর্থ ব্যাপক এবং অনেক বিস্তৃত। সাধারণত জুলুম অর্থ নির্যাতন, নিপীড়ন। শরিয়তের পরিভাষায় জুলুম বলা হয়—কোনো উপযুক্ত জিনিসকে উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা। যে জুলুম করে তাকে জালিম বলা হয়। মানুষ বিভিন্ন পদ্ধতিতে একজন অন্যজনের ওপর জুলুম করে।
১৯ ঘণ্টা আগেমা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং নিরাপদ আশ্রয়স্থল। তাঁদের আদর-সোহাগে আমাদের জীবনের ভিত্তি রচিত হয়। তাঁদের ত্যাগ ও পরিশ্রমে গড়ে ওঠে সুন্দর ভবিষ্যৎ। তাঁদের ভরসায় আমরা শক্তি পাই এবং তাঁদের দোয়ায় জীবন সার্থক হয়। ইসলাম তাই মা-বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এবং তাঁদের প্রতি সদাচরণকে আল্লাহ তাআলার ইবাদতের
১ দিন আগে