Ajker Patrika
সাক্ষাৎকার

নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স কমাব: এহতেসামুল

নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স কমাব: এহতেসামুল

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন এহতেসামুল আলম। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সৌগত বসুইলিয়াস আহমেদ

প্রশ্ন: এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, কেমন মনে হচ্ছে? 
উত্তর: ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি। গত বুধবার সারা শহর অটোরিকশা দিয়ে ঘুরেছি। সবাই অভিবাদন জানিয়েছেন। ১০ বছর কিছুই হয়নি। মানুষ তাই আমাকে সাড়া দিচ্ছেন।

প্রশ্ন: চলমান বিরোধ কী ভোটে প্রভাব ফেলবে? 
উত্তর: কোনো বিরোধ নেই। জনগণ ঐক্যবদ্ধ। তাঁরা ভোট দেবেন।

প্রশ্ন: সাবেক মেয়রের কাজ কীভাবে দেখেন? 
উত্তর: তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নতুন সংযুক্ত ১২টি ওয়ার্ডের মানুষ অসহায় হয়ে গেছেন। তাঁরা নিজেরা মেয়র, নিজেরাই ঠিকাদার হয়েছেন। টাকার পাহাড় বানিয়েছেন।

প্রশ্ন: ভোট কি সুষ্ঠু হবে? 
উত্তর: আশা করছি, সুষ্ঠু হবে। আশা করব, প্রশাসন নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবে। কোনো পক্ষ বানচাল করতে চাইলে জনগণ জবাব দেবে।

প্রশ্ন: দলীয় মার্কা না থাকায় কি ভোট কম পড়বে? 
উত্তর: না, এমন হবে না। কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১৫০ জনের ওপরে। তাঁরা ভোটার টেনে আনবেন কেন্দ্রে।

প্রশ্ন: ভোটের ফল মেনে নেবেন? 
উত্তর: জনগণ যাঁকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। তাই মেনে নেব।

প্রশ্ন: নির্বাচিত হলে প্রথমে কী করবেন? 
উত্তর: হোল্ডিং ট্যাক্স কমাব। এটি বোঝা হয়ে গেছে জনগণের ওপর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত