ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে পড়েছিল। পরে অবশ্য সেটি চালু হয়। আজ বৃহস্পতিবার স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘করাপ্টেড ফাইল’ থেকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কম্পিউটার সিস্টেমে ত্রুটির কারণে ফ্লাইট বিপর্যয় দেখা দেয়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতভর বন্ধ থাকার পর ত্রুটি সারিয়ে সকাল ৯টা (বাংলাদেশ সময় রাত ৮ টা) থেকে আস্তে আস্তে ফ্লাইট উড্ডয়ন পুনরায় শুরু হচ্ছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এফএএর টুইট বার্তায় বলা হয়, পাইলটদের ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করে যে ব্যবস্থা, তাতে ত্রুটি দেখা দিয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ হাজার ফ্লাইট ওঠানামায় বিলম্ব হয়েছে এবং ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হয়।
কী কারণে এমন ঘটনা ঘটেছে, সেটা খুঁজে দেখতে প্রেসিডেন্ট বাইডেন ‘একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন’ বলে টুইটারে জানান হোয়াইট হাউসের প্রেসসচিব। মূলত এয়ার মিশনস সিস্টেমের নোটিশ দেওয়ার অংশে এই ত্রুটি দেখা দিয়েছে বলে এফএএ জানিয়েছে।
ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে পড়েছিল। পরে অবশ্য সেটি চালু হয়। আজ বৃহস্পতিবার স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘করাপ্টেড ফাইল’ থেকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কম্পিউটার সিস্টেমে ত্রুটির কারণে ফ্লাইট বিপর্যয় দেখা দেয়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতভর বন্ধ থাকার পর ত্রুটি সারিয়ে সকাল ৯টা (বাংলাদেশ সময় রাত ৮ টা) থেকে আস্তে আস্তে ফ্লাইট উড্ডয়ন পুনরায় শুরু হচ্ছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এফএএর টুইট বার্তায় বলা হয়, পাইলটদের ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করে যে ব্যবস্থা, তাতে ত্রুটি দেখা দিয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ হাজার ফ্লাইট ওঠানামায় বিলম্ব হয়েছে এবং ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হয়।
কী কারণে এমন ঘটনা ঘটেছে, সেটা খুঁজে দেখতে প্রেসিডেন্ট বাইডেন ‘একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন’ বলে টুইটারে জানান হোয়াইট হাউসের প্রেসসচিব। মূলত এয়ার মিশনস সিস্টেমের নোটিশ দেওয়ার অংশে এই ত্রুটি দেখা দিয়েছে বলে এফএএ জানিয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৬ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
৯ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
৯ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
১০ ঘণ্টা আগে