নির্বাচনের প্রচারণা সভায় গুলিতে আহত হওয়া সত্ত্বেও দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে আগামী ১৫-১৮ জুলাই অনুষ্ঠিত হবে রিপাবলিকান জাতীয় সম্মেলন। ধারণা করা হচ্ছে, এ সময় ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বরের নির্বাচনের জন্য দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির ও রিপাবলিকান পার্টি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি আগামী সপ্তাহের সম্মেলনে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। অনেক রক্তপাত হয়েছে, তাই আমি বুঝতে পেরেছিলাম কী ঘটছে।’
এ সময় তিনি সমাবেশে নিহত ও আহতদের কথা উল্লেখ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক বিবৃতিতে মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশ চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে পাশের ছাদ থেকে গুলি চালান হামলাকারী। ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
বাইডেন ছাড়াও বিশ্বনেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
নির্বাচনের প্রচারণা সভায় গুলিতে আহত হওয়া সত্ত্বেও দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে আগামী ১৫-১৮ জুলাই অনুষ্ঠিত হবে রিপাবলিকান জাতীয় সম্মেলন। ধারণা করা হচ্ছে, এ সময় ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বরের নির্বাচনের জন্য দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির ও রিপাবলিকান পার্টি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি আগামী সপ্তাহের সম্মেলনে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। অনেক রক্তপাত হয়েছে, তাই আমি বুঝতে পেরেছিলাম কী ঘটছে।’
এ সময় তিনি সমাবেশে নিহত ও আহতদের কথা উল্লেখ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক বিবৃতিতে মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশ চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে পাশের ছাদ থেকে গুলি চালান হামলাকারী। ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
বাইডেন ছাড়াও বিশ্বনেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৬ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৭ ঘণ্টা আগে