Ajker Patrika

গর্ভপাতের পক্ষে টিভিতে বিজ্ঞাপন প্রচারে ফ্লোরিডা র‍াজ্য সরকারের বাধা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২০: ২০
গর্ভপাতের পক্ষে টিভিতে বিজ্ঞাপন প্রচারে ফ্লোরিডা র‍াজ্য সরকারের বাধা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গর্ভপাতের পক্ষে প্রচারণামূলক বিজ্ঞাপন চালানোতে বাধা দিয়েছিল সরকার। পরে বিষয়টিকে চ্যালেঞ্জ করলে, এসব বিজ্ঞাপন বন্ধ করতে টিভি চ্যানেলগুলোকে বাধা না দিতে সরকারি কর্মচারীদের নির্দেশ দেয় মার্কিন ফেডারেল আদালত। ফ্লোরিডার টালাহাসির চিফ ডিস্ট্রিক্ট জাজ মার্ক ওয়াকার গত বৃহস্পতিবার এই নির্দেশ দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

টালাহাসির ফেডারেল আদালত এমন এক সময়ে এই নির্দেশ দিল যার মাত্র আড়াই সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিচারক মার্ক ওয়াকার বলেন, এ ধরনের হুমকি স্পষ্টতই বাক্‌স্বাধীনতার অধিকারের লঙ্ঘন। একই সঙ্গে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীরও লঙ্ঘন। 

ফ্লোরিডিয়ান প্রোটেক্টিং ফ্রিডম নামে একটি সংগঠন গর্ভপাতের পক্ষে একটি সংশোধনী আনার লক্ষ্যে প্রচারণার বিষয়টি বাধ্যবাধকতামূলক করতে আদালতের নির্দেশ চেয়ে একটি মামলা দায়ের করেন। প্রতিক্রিয়ায় মার্কিন সংবিধানের বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি মনে করিয়ে দিয়ে বিচারক মার্ক ওয়াকার তাঁর অস্থায়ী আদেশে সরকারি কর্মচারীদের উদ্দেশে লিখেন, ‘ফ্লোরিডা অঙ্গরাজ্যে এটি (বাক্‌স্বাধীনতা) সহজ রাখতে হবে। এটি প্রথম সংশোধনীর দেওয়া অধিকার, নির্বোধ।’ 

আগামী নভেম্বরেই ফ্লোরিডার ভোটারেরা একটি সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই সংশোধনী বাস্তবায়িত হলে অঙ্গরাজ্যটির সংবিধানে গর্ভপাতের অধিকার সুরক্ষিত হবে এবং ছয় সপ্তাহের পর গর্ভপাতে যে নিষেধাজ্ঞা আছে তা বাতিল হবে। গর্ভপাতের পক্ষে প্রচারণা চালানো ‘ইয়েস অন ৪’—এর লরেন ব্রেনজেল বলেন, ‘এই গুরুত্বপূর্ণ প্রাথমিক বিজয় প্রতিটি ফ্লোরিডিয়ানের জন্য একটি বিজয়, যারা গণতন্ত্র এবং প্রথম সংশোধনীর পবিত্রতায় বিশ্বাস করেন।’ 

তবে সরকার নিজেদের পক্ষে সাফাই গেয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর রন ডি স্যান্টিসের মুখপাত্র জুলিয়া ফ্রিডল্যান্ড বলেছেন, ‘এই বিজ্ঞাপনগুলো অবশ্যই মিথ্যা এবং গর্ভবতী নারীদের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ফ্লোরিডার গর্ভপাত আইন সব সময় মায়ের জীবনের সুরক্ষা নিশ্চিত করে তবে ধর্ষণ, রক্তের আত্মীয়দের মধ্যে যৌন সম্পর্ক (ইনসেস্ট বা অজাচার) ও মানব পাচারের শিকারদের এটি ব্যতিক্রম।’ 
 
চলতি মাসের শুরুর দিকে সম্প্রচারমাধ্যমগুলো গর্ভপাত আইনের সংশোধন সমর্থনকারী প্রচারাভিযানের বিজ্ঞাপন চালাতে শুরু করলে ফ্লোরিডা সরকারের স্বাস্থ্য বিভাগ টিভি চ্যানেলগুলোকে চিঠি দিয়ে এসব বিজ্ঞাপন চালাতে নিষেধ করে। তারই ধারাবাহিকতায় আদালতে মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত