যেকোনো ধরনের ফৌজদারি মামলা থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কেবল ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের সব সাবকে প্রেসিডেন্টকেই এই দায়মুক্তির আওতায় আনা হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালতের রায়ে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার এ রায় দেন সুপ্রিম কোর্ট। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৯ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ে ছয়জন বিচারক দায়মুক্তি দেওয়ার পক্ষাবলম্বন করেন এবং তিনজন এর বিরোধিতা করেন।
রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসব ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতা সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেগুলোর ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে সরানোর অভিযোগে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সে অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। কিন্তু স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না। এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এত দিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল।
সুপ্রিম কোর্টের যে তিন বিচারক এই রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন, তাঁদের একজন বিচারপতি সোনিয়া সোটোমেয় বলেন, ‘শুধু প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন—এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আমার মনে হয়েছে, এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’
যেকোনো ধরনের ফৌজদারি মামলা থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কেবল ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের সব সাবকে প্রেসিডেন্টকেই এই দায়মুক্তির আওতায় আনা হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালতের রায়ে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার এ রায় দেন সুপ্রিম কোর্ট। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৯ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ে ছয়জন বিচারক দায়মুক্তি দেওয়ার পক্ষাবলম্বন করেন এবং তিনজন এর বিরোধিতা করেন।
রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসব ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতা সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেগুলোর ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে সরানোর অভিযোগে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সে অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। কিন্তু স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না। এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এত দিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল।
সুপ্রিম কোর্টের যে তিন বিচারক এই রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন, তাঁদের একজন বিচারপতি সোনিয়া সোটোমেয় বলেন, ‘শুধু প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন—এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আমার মনে হয়েছে, এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৬ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৭ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৮ ঘণ্টা আগে