যেকোনো ধরনের ফৌজদারি মামলা থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কেবল ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের সব সাবকে প্রেসিডেন্টকেই এই দায়মুক্তির আওতায় আনা হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালতের রায়ে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার এ রায় দেন সুপ্রিম কোর্ট। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৯ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ে ছয়জন বিচারক দায়মুক্তি দেওয়ার পক্ষাবলম্বন করেন এবং তিনজন এর বিরোধিতা করেন।
রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসব ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতা সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেগুলোর ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে সরানোর অভিযোগে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সে অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। কিন্তু স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না। এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এত দিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল।
সুপ্রিম কোর্টের যে তিন বিচারক এই রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন, তাঁদের একজন বিচারপতি সোনিয়া সোটোমেয় বলেন, ‘শুধু প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন—এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আমার মনে হয়েছে, এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’
যেকোনো ধরনের ফৌজদারি মামলা থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কেবল ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের সব সাবকে প্রেসিডেন্টকেই এই দায়মুক্তির আওতায় আনা হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালতের রায়ে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার এ রায় দেন সুপ্রিম কোর্ট। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৯ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ে ছয়জন বিচারক দায়মুক্তি দেওয়ার পক্ষাবলম্বন করেন এবং তিনজন এর বিরোধিতা করেন।
রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসব ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতা সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেগুলোর ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে সরানোর অভিযোগে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সে অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। কিন্তু স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না। এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এত দিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল।
সুপ্রিম কোর্টের যে তিন বিচারক এই রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন, তাঁদের একজন বিচারপতি সোনিয়া সোটোমেয় বলেন, ‘শুধু প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন—এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আমার মনে হয়েছে, এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৭ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
১০ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
১০ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
১১ ঘণ্টা আগে