যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালের পৃথক সময়ে ফিলাডেলফিয়া, টেনেসি, মিশিগান, সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন কাউন্টি এবং অ্যারিজোনায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে শনিবার রাতে দুই লোকের মধ্যকার বাগ্বিতণ্ডা একপর্যায়ে বন্দুকযুদ্ধে গড়ায়। এ সময় একটি জনাকীর্ণ বারে গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন। শনিবার মধ্যরাতে টেনেসির শ্যাতানুগায় একটি বারে গোলাগুলির ঘটনা ঘটলে সেখানেও ৩ জনের মৃত্যু হয়। সেখানে আহত হন আরও ১৪ জন।
এদিকে, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাউয়ে বন্দুকধারীদের গুলিতে ৩ জন মারা যান। এ সময় আহত হন আরও ২ জন। অন্যদিকে, দেশটির সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন শহরের গোলাগুলির ঘটনায় ৫ তরুণসহ ১২ বছর বয়সী এক শিশু ভয়াবহভাবে আহত হয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে গুলি চালালে ওই ৬ জন আহত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যুও হয়।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনায় একটি বারের বাইরে গুলি চালালে দুজনের মৃত্যু হয় এবং এ সময় আরও ২ জন গুরুতর আহত হন। অপরদিকে, অ্যারিজোনার ফিনিক্স শহরে আরেকটি পৃথক ঘটনায় বন্দুকধারীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৮ জন।
এসব ঘটনায়, পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে সাধারণ নাগরিকদের প্রাণহানি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির আইনপ্রণেতারা ব্যক্তিগত বন্দুক রাখার আইন নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছেন। এক পক্ষ চায়, সাধারণ নাগরিকদের কাছে বন্দুক রাখার অধিকার অক্ষুণ্ন রাখা হোক, অপর পক্ষের দাবি এই অধিকার আরও সীমিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালের পৃথক সময়ে ফিলাডেলফিয়া, টেনেসি, মিশিগান, সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন কাউন্টি এবং অ্যারিজোনায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে শনিবার রাতে দুই লোকের মধ্যকার বাগ্বিতণ্ডা একপর্যায়ে বন্দুকযুদ্ধে গড়ায়। এ সময় একটি জনাকীর্ণ বারে গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন। শনিবার মধ্যরাতে টেনেসির শ্যাতানুগায় একটি বারে গোলাগুলির ঘটনা ঘটলে সেখানেও ৩ জনের মৃত্যু হয়। সেখানে আহত হন আরও ১৪ জন।
এদিকে, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাউয়ে বন্দুকধারীদের গুলিতে ৩ জন মারা যান। এ সময় আহত হন আরও ২ জন। অন্যদিকে, দেশটির সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন শহরের গোলাগুলির ঘটনায় ৫ তরুণসহ ১২ বছর বয়সী এক শিশু ভয়াবহভাবে আহত হয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে গুলি চালালে ওই ৬ জন আহত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যুও হয়।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনায় একটি বারের বাইরে গুলি চালালে দুজনের মৃত্যু হয় এবং এ সময় আরও ২ জন গুরুতর আহত হন। অপরদিকে, অ্যারিজোনার ফিনিক্স শহরে আরেকটি পৃথক ঘটনায় বন্দুকধারীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৮ জন।
এসব ঘটনায়, পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে সাধারণ নাগরিকদের প্রাণহানি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির আইনপ্রণেতারা ব্যক্তিগত বন্দুক রাখার আইন নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছেন। এক পক্ষ চায়, সাধারণ নাগরিকদের কাছে বন্দুক রাখার অধিকার অক্ষুণ্ন রাখা হোক, অপর পক্ষের দাবি এই অধিকার আরও সীমিত করতে হবে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা (এনজিও) হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শতবর্ষে পদার্পণ উপলক্ষে তিনি হিন্দুত্ববাদী এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং জাতি গঠনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। চলতি বছর আরএসএস প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উদ্যাপন
২৫ মিনিট আগেইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
১ ঘণ্টা আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১২ ঘণ্টা আগে