মার্কিন হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন পৃথক বৈঠকে কৃষ্ণসাগরে বলপ্রয়োগ বন্ধের বিষয়ে সম্মত হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে এই আলোচনা সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
পৃথক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন একমত হয়েছে যে তারা নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করবে, বলপ্রয়োগ বন্ধ করবে এবং সামরিক কাজে বাণিজ্যিক জাহাজ ব্যবহারের অবসান ঘটাবে।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নিশ্চিত করেছেন, রাশিয়া ও তাঁর দেশ কৃষ্ণসাগরে সামরিক বলপ্রয়োগ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে তিনি জানান, চুক্তিটি এখনো বিশদভাবে চূড়ান্ত হয়নি এবং এটি প্রাথমিক পদক্ষেপমাত্র।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত মস্কো কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষিপণ্য ও সার রপ্তানিতে সহায়তা করা হবে, নৌ-বিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজতর করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনার পরও কোনো যৌথ বিবৃতি আসেনি। রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রথম উপচেয়ারম্যান ভ্লাদিমির চিজভ বলেছেন, ইউক্রেনের অবস্থানের কারণে যৌথ বিবৃতি গৃহীত হয়নি।
চিজভ আরও বলেছেন, তাঁরা ১২ ঘণ্টা ধরে আলোচনায় বসেছিলেন এবং যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হয়েছিলেন। তবে ইউক্রেনের অবস্থানের কারণে এটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বৈঠকটি করেছেন রাশিয়ার ও মার্কিন কর্মকর্তারা। এক দিন আগেই সেখানে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রতিনিধিরা।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলোগের সঙ্গে তাঁর বৈঠক ‘ভালো ও কার্যকর’ ছিল।
মার্কিন হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন পৃথক বৈঠকে কৃষ্ণসাগরে বলপ্রয়োগ বন্ধের বিষয়ে সম্মত হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে এই আলোচনা সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
পৃথক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন একমত হয়েছে যে তারা নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করবে, বলপ্রয়োগ বন্ধ করবে এবং সামরিক কাজে বাণিজ্যিক জাহাজ ব্যবহারের অবসান ঘটাবে।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নিশ্চিত করেছেন, রাশিয়া ও তাঁর দেশ কৃষ্ণসাগরে সামরিক বলপ্রয়োগ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে তিনি জানান, চুক্তিটি এখনো বিশদভাবে চূড়ান্ত হয়নি এবং এটি প্রাথমিক পদক্ষেপমাত্র।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত মস্কো কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষিপণ্য ও সার রপ্তানিতে সহায়তা করা হবে, নৌ-বিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজতর করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনার পরও কোনো যৌথ বিবৃতি আসেনি। রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রথম উপচেয়ারম্যান ভ্লাদিমির চিজভ বলেছেন, ইউক্রেনের অবস্থানের কারণে যৌথ বিবৃতি গৃহীত হয়নি।
চিজভ আরও বলেছেন, তাঁরা ১২ ঘণ্টা ধরে আলোচনায় বসেছিলেন এবং যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হয়েছিলেন। তবে ইউক্রেনের অবস্থানের কারণে এটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বৈঠকটি করেছেন রাশিয়ার ও মার্কিন কর্মকর্তারা। এক দিন আগেই সেখানে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রতিনিধিরা।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলোগের সঙ্গে তাঁর বৈঠক ‘ভালো ও কার্যকর’ ছিল।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে