ফ্লোরিডায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি মার–এ–লাগোয় অবৈধভাবে সরকারি ও গোপনীয় নথি সংরক্ষণের ঘটনার মামলায় সাক্ষী করা হতে পারে তাঁরই দুই আইনজীবীকে। ক্রিস্টিনা বব এবং ইভান কোরকোরান। এফবিআইয়ের তদন্ত কার্যক্রমে তাঁর দুই আইনজীবীকে সাক্ষী করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ওই সব গোপন নথি সরানোর সঙ্গে আইনজীবীদের সম্পৃক্ততা থাকার কারণেই তাঁদের টার্গেট করা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই আইনজীবী ট্রাম্পের মার-এ-লাগো বাড়ি থেকে নথিপত্র পুনরুদ্ধারের সরকারি প্রচেষ্টার সময় বিচার বিভাগের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করেছিলেন।
ট্রাম্পের বাড়ির সার্চ ওয়ারেন্ট এবং আদালতের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্পের আইনজীবীরা যেভাবে সরকারি নথি ফেরতের বিরোধিতা করেছিলেন সেটি বিচারের ক্ষেত্রে সম্ভাব্য বাধা ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে।
এর আগে, ফ্লোরিডার একটি আদালতে করা এক মামলার অভিযোগনামায় মার্কিন বিচার বিভাগ দাবি করে ট্রাম্প ও তাঁর সহযোগীরা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর নথিপত্র ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন। এফবিআইয়ের তদন্তে বাধা দিতেই তা করা হয়েছিল।
গত জুন মাসে গোপন নথি সম্পর্কে জানতে প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশির জন্য এফবিআইয়ের কর্মকর্তারা। তখন ট্রাম্পের সহযোগীরা জানিয়েছিলেন, হোয়াইট হাউস থেকে আনা সব নথি ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পরে ৮ আগস্ট ট্রাম্পের বাড়ি থেকে তল্লাশি অনেকগুলো স্পর্শকাতর ফাইল উদ্ধার করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ৫৪ পৃষ্ঠার ওই অভিযোগনামায় বলা হয়েছে—গত বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগের সময় ট্রাম্পে যেসব সরকারি নথিপত্র নিজের বাসায় নিয়ে যান, সেগুলো উদ্ধার জন্য চলতি বছরের জুনে এফবিআইয়ের সদস্যরা প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোয় যান। তখন ট্রাম্পের সহযোগীরা এফবিআইয়ের কর্মকর্তাদের বলেছিলেন, হোয়াইট হাউস থেকে যেসব নথি আনা হয়েছিল, তার সবগুলোই ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। দক্ষিণ ফ্লোরিডার একটি ডিস্ট্রিক্ট আদালতে এ অভিযোগ করা হয়।
ফ্লোরিডায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি মার–এ–লাগোয় অবৈধভাবে সরকারি ও গোপনীয় নথি সংরক্ষণের ঘটনার মামলায় সাক্ষী করা হতে পারে তাঁরই দুই আইনজীবীকে। ক্রিস্টিনা বব এবং ইভান কোরকোরান। এফবিআইয়ের তদন্ত কার্যক্রমে তাঁর দুই আইনজীবীকে সাক্ষী করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ওই সব গোপন নথি সরানোর সঙ্গে আইনজীবীদের সম্পৃক্ততা থাকার কারণেই তাঁদের টার্গেট করা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই আইনজীবী ট্রাম্পের মার-এ-লাগো বাড়ি থেকে নথিপত্র পুনরুদ্ধারের সরকারি প্রচেষ্টার সময় বিচার বিভাগের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করেছিলেন।
ট্রাম্পের বাড়ির সার্চ ওয়ারেন্ট এবং আদালতের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্পের আইনজীবীরা যেভাবে সরকারি নথি ফেরতের বিরোধিতা করেছিলেন সেটি বিচারের ক্ষেত্রে সম্ভাব্য বাধা ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে।
এর আগে, ফ্লোরিডার একটি আদালতে করা এক মামলার অভিযোগনামায় মার্কিন বিচার বিভাগ দাবি করে ট্রাম্প ও তাঁর সহযোগীরা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর নথিপত্র ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন। এফবিআইয়ের তদন্তে বাধা দিতেই তা করা হয়েছিল।
গত জুন মাসে গোপন নথি সম্পর্কে জানতে প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশির জন্য এফবিআইয়ের কর্মকর্তারা। তখন ট্রাম্পের সহযোগীরা জানিয়েছিলেন, হোয়াইট হাউস থেকে আনা সব নথি ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পরে ৮ আগস্ট ট্রাম্পের বাড়ি থেকে তল্লাশি অনেকগুলো স্পর্শকাতর ফাইল উদ্ধার করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ৫৪ পৃষ্ঠার ওই অভিযোগনামায় বলা হয়েছে—গত বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগের সময় ট্রাম্পে যেসব সরকারি নথিপত্র নিজের বাসায় নিয়ে যান, সেগুলো উদ্ধার জন্য চলতি বছরের জুনে এফবিআইয়ের সদস্যরা প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোয় যান। তখন ট্রাম্পের সহযোগীরা এফবিআইয়ের কর্মকর্তাদের বলেছিলেন, হোয়াইট হাউস থেকে যেসব নথি আনা হয়েছিল, তার সবগুলোই ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। দক্ষিণ ফ্লোরিডার একটি ডিস্ট্রিক্ট আদালতে এ অভিযোগ করা হয়।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
৩৫ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে