Ajker Patrika

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করে শোধ নিতে যাচ্ছেন ট্রাম্প

সাবেক মার্কিন জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা বাতিল করতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বাইডেনকে আর অফিশিয়াল গোয়েন্দা তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।

চার বছর আগে ট্রাম্প সাবেক হয়ে যাওয়ার পর একই ভাবে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য শেয়ারের প্রথা প্রত্যাহার করেছিলেন জো বাইডেন প্রশাসন।

ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ–এ একটি পোস্টে লিখেছেন, ‘জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল, সেটি আর চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’ সেই সঙ্গে আগে এক টিভি সাক্ষাৎকারে দেওয়া, ‘জো, তুমি বরখাস্ত’ উক্তিটি আবার লিখেছেন তিনি।

ইতিমধ্যে ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে প্রভাব বিস্তার করা এমন ৪০ জনেরও বেশি গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ব্যবস্থা বাতিল করেছেন ট্রাম্প।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প পোস্টে লিখেছেন, ২০২১ সালে ৪৫ তম মার্কিন প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) ওপর থেকে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোয়েন্দা তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জো বাইডেন।

গত ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকার প্রশাসন পাল্টে দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত