কলোরাডোর এক ব্যক্তি ‘এখন ট্রাম্পের আমেরিকা’ বলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একজন অধিবাসীর ওপর হামলা চালিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, হামলার শিকার ওই ব্যক্তি একজন টেলিভিশন সাংবাদিক। তিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ডেট্রয়েটের অধিবাসী।
হামলাকারীর নাম প্যাট্রিক থমাস ইগান (৩৯)। ১৮ ডিসেম্বর গ্র্যান্ড জংশন রেলওয়ে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথি থেকে জানা যায়, ঘটনার দিন স্থানীয় টিভি চ্যানেল কেকেসিওর সাংবাদিক জারন অ্যালেক্সের গাড়িকে প্রায় ৪০ মাইল ধরে অনুসরণ করছিলেন হামলাকারী থমাস ইগান। গ্র্যান্ড জংশনে পৌঁছানোর পর ইগান অ্যালেক্সের গাড়ির পাশে এসে থামেন।
পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গাড়ি থামিয়েই অ্যালেক্সকে আক্রমণাত্মক কিছু প্রশ্ন করেন ইগান। তিনি প্রশ্ন করেন, ‘তুমি কি মার্কিন নাগরিক? এটা এখন ট্রাম্পের আমেরিকা। আমি একজন নৌ সৈনিক। তোমার মতো লোকদের থেকে আমি এই দেশকে রক্ষা করার শপথ নিয়েছি।’
তবে ইগানের এমন ব্যবহারে কোনো প্রতিক্রিয়া ছিল না অ্যালেক্সের। তিনি গাড়ি থেকে নেমে তাঁর কর্মস্থলে প্রবেশ করছিলেন। তখন পেছন ইগান তাঁকে তাড়া করেন। তিনি অ্যালেক্সকে ধরে তাঁর পরিচয়পত্র দেখতে চান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইগান অ্যালেক্সকে মাটিতে ফেলে শ্বাসরোধের চেষ্টা করেন। এ সময় সঙ্গে থাকা সহকর্মীরা ছুটে এসে অ্যালেক্সকে উদ্ধার করেন।
কেকেসিও কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেক্স ডেট্রয়েটের বাসিন্দা। তিনি একটি সংবাদ সংগ্রহের জন্য গ্র্যান্ড জংশনে যান।
অ্যালেক্স জানান, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসী হওয়ায় তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।
পরবর্তী সময় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্যাট্রিক ইগানকে আটক করে। তাঁর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ, ইচ্ছাকৃতভাবে আক্রমণ ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কি না আগামী বৃহস্পতিবার জানা যাবে। ইগানের আইনজীবী রুথ সুইফট এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কেকেসিও টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার স্টেসি স্টুয়ার্ট স্টেশনের এই ঘটনার বিষয়ে তাঁদের প্রতিবেদনের বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কলোরাডোর এক ব্যক্তি ‘এখন ট্রাম্পের আমেরিকা’ বলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একজন অধিবাসীর ওপর হামলা চালিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, হামলার শিকার ওই ব্যক্তি একজন টেলিভিশন সাংবাদিক। তিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ডেট্রয়েটের অধিবাসী।
হামলাকারীর নাম প্যাট্রিক থমাস ইগান (৩৯)। ১৮ ডিসেম্বর গ্র্যান্ড জংশন রেলওয়ে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথি থেকে জানা যায়, ঘটনার দিন স্থানীয় টিভি চ্যানেল কেকেসিওর সাংবাদিক জারন অ্যালেক্সের গাড়িকে প্রায় ৪০ মাইল ধরে অনুসরণ করছিলেন হামলাকারী থমাস ইগান। গ্র্যান্ড জংশনে পৌঁছানোর পর ইগান অ্যালেক্সের গাড়ির পাশে এসে থামেন।
পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গাড়ি থামিয়েই অ্যালেক্সকে আক্রমণাত্মক কিছু প্রশ্ন করেন ইগান। তিনি প্রশ্ন করেন, ‘তুমি কি মার্কিন নাগরিক? এটা এখন ট্রাম্পের আমেরিকা। আমি একজন নৌ সৈনিক। তোমার মতো লোকদের থেকে আমি এই দেশকে রক্ষা করার শপথ নিয়েছি।’
তবে ইগানের এমন ব্যবহারে কোনো প্রতিক্রিয়া ছিল না অ্যালেক্সের। তিনি গাড়ি থেকে নেমে তাঁর কর্মস্থলে প্রবেশ করছিলেন। তখন পেছন ইগান তাঁকে তাড়া করেন। তিনি অ্যালেক্সকে ধরে তাঁর পরিচয়পত্র দেখতে চান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইগান অ্যালেক্সকে মাটিতে ফেলে শ্বাসরোধের চেষ্টা করেন। এ সময় সঙ্গে থাকা সহকর্মীরা ছুটে এসে অ্যালেক্সকে উদ্ধার করেন।
কেকেসিও কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেক্স ডেট্রয়েটের বাসিন্দা। তিনি একটি সংবাদ সংগ্রহের জন্য গ্র্যান্ড জংশনে যান।
অ্যালেক্স জানান, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসী হওয়ায় তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।
পরবর্তী সময় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্যাট্রিক ইগানকে আটক করে। তাঁর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ, ইচ্ছাকৃতভাবে আক্রমণ ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কি না আগামী বৃহস্পতিবার জানা যাবে। ইগানের আইনজীবী রুথ সুইফট এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কেকেসিও টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার স্টেসি স্টুয়ার্ট স্টেশনের এই ঘটনার বিষয়ে তাঁদের প্রতিবেদনের বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাম্প্রতিক সামরিক উত্তেজনার কয়েক সপ্তাহ পরই ভারত ও পাকিস্তান দুই দেশ আরব সাগরে পৃথক নৌ মহড়া শুরু করেছে। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, আজ থেকে এই মহড়া শুরু হয়েছে।
৬ মিনিট আগেঅ্যান্টার্কটিকার বরফ গলার ফলে ১৯৫৯ সালে দুর্ঘটনায় নিহত এক ব্রিটিশ অভিযাত্রীর দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে ৬৫ বছর পর। সোমবার (১১ আগস্ট) বিবিসি জানিয়েছে, গত জানুয়ারি মাসে পোল্যান্ডের একটি অভিযাত্রী দল অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপের ইকোলজি গ্লেসিয়ারে কিছু হাড়, একটি হাতঘড়ি, রেডিও ও পাইপ খুঁজে পেয়েছিল।
৯ মিনিট আগেসম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে