Ajker Patrika

বছর শেষে বাইডেন-চিন পিং দ্বিপক্ষীয় বৈঠক

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ২১
বছর শেষে বাইডেন-চিন পিং দ্বিপক্ষীয় বৈঠক

চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এমনটি জানিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভার্চুয়াল বৈঠকের জন্য নীতিগতভাবে চুক্তি হয়েছে। ওই কর্মকর্তা বলেন, শি-কে দেখতে কতই না ভালো লাগবে। এই বৈঠক তিনি কয়েক বছর ধরে করেননি। 

মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, রোমে অনুষ্ঠিত আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেবেন না শি। আর এ জন্যই ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে মার্কিন স্থানীয় সময় বুধবার জুরিখে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং চীনের শীর্ষ কূটনৈতিক ইয়াং জিচির মধ্যে ছয় ঘণ্টা বৈঠক হয়। ওই বৈঠকে পরই বাইডেন-চিন পিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের খবর জানায় রয়টার্স।

তাইওয়ানের প্রতি বেইজিংয়ের আগ্রাসী ভঙ্গি, অস্ট্রেলিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন বিক্রির মার্কিন সিদ্ধান্ত, জিনজিয়াংয়ের উইঘুরদের ওপর নির্যাতন, বাণিজ্য বিরোধের কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। 

বাইডেন ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত একাধিকবার শি চিন পিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত