Ajker Patrika

গা ঢাকা দিয়েছেন জাস্টিন ট্রুডো

গা ঢাকা দিয়েছেন জাস্টিন ট্রুডো

গা ঢাকা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করে জনস্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

ইন্ডিপেনডেন্টের ওই প্রতিবেদনে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়, করোনা ভাইরাসের টিকা গ্রহণ এবং অন্যান্য বিধিনিষেধ বিরোধী তীব্র আন্দোলনের ফলে ট্রুডো ও তাঁর পরিবার তাঁদের অটোয়ার বাসভবন ছেড়ে গোপন আশ্রয়ে চলে গেছেন। 

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর ট্রুডোর বর্তমান অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাঁরা জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’ 

এর আগে, গত শনিবার থেকেই দেশটির ট্রাক-লরি চালকেরা এবং সাধারণ মানুষ দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হতে থাকে। আজ রোববারও এই বিক্ষোভ চলমান রয়েছে। 

সিবিসি নিউজ জানিয়েছে, কয়েক হাজার ট্রাক-লরিচালক এবং সাধারণ মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছে। প্রথমে তীব্র শীত উপেক্ষা করেই কয়েক হাজার সাধারণ নাগরিক পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও কয়েক হাজার ট্রাক-লরিচালক সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন। 

এদিকে, কানাডার পার্লামেন্টের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট অ্যাট আর্মস বলেছেন, বিক্ষোভকারীরা যে সরকারি কর্মকর্তাদের বাড়িতে হানা দিতে পারে এই বিষয়টি ট্রুডো আগে থেকেই জানতেন। তাই তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত