যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রানিং মেট হচ্ছেন দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
নেব্রাস্কার ওয়েস্ট পয়েন্টের এক ছোট শহরে জন্ম টিম ওয়ালজের। নেব্রাস্কা বুটে হাইস্কুল থেকে স্নাতক সম্পন্নের পর মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন। পরে কয়েক দশক ধরে হাইস্কুলে শিক্ষকতা করেন তিনি।
৬০ বছর বয়সী টিম ওয়ালজ ২০০৬ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে বিজয়ী হন। ২০১৮ সালে তিনি মিনেসোটার গভর্নর নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনেও গভর্নর হিসেবে বিজয়ী হন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে তাঁর পরিচিতি খুব বেশি নয়।
মিনেসোটার গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলের খাবার চালু করেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে তাঁকে সঙ্গে নিয়েই রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাবেন কমলা হ্যারিস।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নিজের রানিং মেট বাছাইয়ে গত রোববার তুলনামূলকভাবে বেশি সম্ভাবনাময় তিনজনের সাক্ষাৎকার নেন কমলা হ্যারিস। ওয়াশিংটনে তাঁর ভাইস প্রেসিডেন্সিয়াল ভবন নেভাল অবজারভেটরিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সেখানে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো ও অ্যারিজোনার সিনেটর মার্ক কেলির সঙ্গে কথা বলেন তিনি। এর আগে কমলা গত শুক্রবার আরেক সম্ভাব্য রানিং মেট প্রার্থী পরিবহনমন্ত্রী পিট বুটিগিগের সঙ্গেও সাক্ষাৎ করেন।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রানিং মেট হচ্ছেন দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
নেব্রাস্কার ওয়েস্ট পয়েন্টের এক ছোট শহরে জন্ম টিম ওয়ালজের। নেব্রাস্কা বুটে হাইস্কুল থেকে স্নাতক সম্পন্নের পর মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন। পরে কয়েক দশক ধরে হাইস্কুলে শিক্ষকতা করেন তিনি।
৬০ বছর বয়সী টিম ওয়ালজ ২০০৬ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে বিজয়ী হন। ২০১৮ সালে তিনি মিনেসোটার গভর্নর নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনেও গভর্নর হিসেবে বিজয়ী হন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে তাঁর পরিচিতি খুব বেশি নয়।
মিনেসোটার গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলের খাবার চালু করেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে তাঁকে সঙ্গে নিয়েই রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাবেন কমলা হ্যারিস।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নিজের রানিং মেট বাছাইয়ে গত রোববার তুলনামূলকভাবে বেশি সম্ভাবনাময় তিনজনের সাক্ষাৎকার নেন কমলা হ্যারিস। ওয়াশিংটনে তাঁর ভাইস প্রেসিডেন্সিয়াল ভবন নেভাল অবজারভেটরিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সেখানে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো ও অ্যারিজোনার সিনেটর মার্ক কেলির সঙ্গে কথা বলেন তিনি। এর আগে কমলা গত শুক্রবার আরেক সম্ভাব্য রানিং মেট প্রার্থী পরিবহনমন্ত্রী পিট বুটিগিগের সঙ্গেও সাক্ষাৎ করেন।
অস্ট্রিয়ার দানিউব নদীর উত্তরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামের গির্জার গুহায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি রহস্যময় মমি অবশেষে বিজ্ঞানের আলোয় উঠে এসেছে। ধারণা করা হতো, মমিটি ১৮ শতকের কোনো ধর্মযাজকের মরদেহ—যিনি সংক্রামক রোগে মারা গিয়েছিলেন এবং পরে কবর থেকে তুলে গির্জার গুহায় স্থানান্তর করা হয়।
১ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
৩ ঘণ্টা আগেশান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
৫ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
৫ ঘণ্টা আগে