আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম (এসডিএস) বন্ধ করে দিয়েছে কানাডা। এর ফলে ভারতসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আবাসন ও সম্পদের সংকট দেখিয়ে এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে দেশটি।
কানাডা সরকারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভিসা কর্মসূচির অখণ্ডতা জোরদার, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা এবং আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সমান ও স্বচ্ছ সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।
৮ নভেম্বর পর্যন্ত এই স্কিমের অধীনে আবেদন গ্রহণ করা হয়। তারপর বাকি আবেদনগুলো নিয়মিত স্টাডি পারমিট স্ট্রিমের অধীনে গৃহীত হবে বলে ওয়েবসাইটে জানানো হয়। এই স্কিমের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বেশি আবেদন গ্রহণ করা হতো।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের আবেদন দ্রুত করতে ২০১৮ সালে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) কর্মসূচি শুরু করে কানাডা।
এর আওতায় ভারত, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পাকিস্তান, পেরু, ফিলিপাইন ও ভিয়েতনামসহ ১৪টি দেশের শিক্ষার্থীদের এসডিএস ভিসার সুযোগ দেয় দেশটি।
এই স্কিম বন্ধ হয়ে যাওয়ায় ভারতসহ ১৪টি দেশকে দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বিগত কয়েক বছরের মধ্যে কানাডা প্রথমবারের মতো অভিবাসী প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে। জনপ্রিয়তা কমতে থাকায় ক্ষমতা ধরে রাখার চেষ্টায় দেশটিতে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের এই নাটকীয় সিদ্ধান্ত নিল সরকার।
অথচ একসময় বিদেশিদের জন্য সহজ অভিবাসনের সুযোগ করে দিয়েছিল দেশটি। আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়তে থাকায় অভিবাসী কমানোর উদ্যোগ নিল কানাডা।
২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠেয় ফেডারেল নির্বাচনের আগে কানাডার রাজনীতিতে অভিবাসনের ইস্যু বেশ আলোচ্য হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে জনমত জরিপে দেখা যায়, দেশটির জনসংখ্যার একটি বড় অংশ মনে করে কানাডায় অভিবাসীর সংখ্যা অনেক বেশি।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম (এসডিএস) বন্ধ করে দিয়েছে কানাডা। এর ফলে ভারতসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আবাসন ও সম্পদের সংকট দেখিয়ে এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে দেশটি।
কানাডা সরকারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভিসা কর্মসূচির অখণ্ডতা জোরদার, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা এবং আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সমান ও স্বচ্ছ সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।
৮ নভেম্বর পর্যন্ত এই স্কিমের অধীনে আবেদন গ্রহণ করা হয়। তারপর বাকি আবেদনগুলো নিয়মিত স্টাডি পারমিট স্ট্রিমের অধীনে গৃহীত হবে বলে ওয়েবসাইটে জানানো হয়। এই স্কিমের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বেশি আবেদন গ্রহণ করা হতো।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের আবেদন দ্রুত করতে ২০১৮ সালে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) কর্মসূচি শুরু করে কানাডা।
এর আওতায় ভারত, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পাকিস্তান, পেরু, ফিলিপাইন ও ভিয়েতনামসহ ১৪টি দেশের শিক্ষার্থীদের এসডিএস ভিসার সুযোগ দেয় দেশটি।
এই স্কিম বন্ধ হয়ে যাওয়ায় ভারতসহ ১৪টি দেশকে দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বিগত কয়েক বছরের মধ্যে কানাডা প্রথমবারের মতো অভিবাসী প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে। জনপ্রিয়তা কমতে থাকায় ক্ষমতা ধরে রাখার চেষ্টায় দেশটিতে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের এই নাটকীয় সিদ্ধান্ত নিল সরকার।
অথচ একসময় বিদেশিদের জন্য সহজ অভিবাসনের সুযোগ করে দিয়েছিল দেশটি। আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়তে থাকায় অভিবাসী কমানোর উদ্যোগ নিল কানাডা।
২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠেয় ফেডারেল নির্বাচনের আগে কানাডার রাজনীতিতে অভিবাসনের ইস্যু বেশ আলোচ্য হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে জনমত জরিপে দেখা যায়, দেশটির জনসংখ্যার একটি বড় অংশ মনে করে কানাডায় অভিবাসীর সংখ্যা অনেক বেশি।
জাতিসংঘের সাধারণ পরিষদে এক দুর্দান্ত সংহতির মুহূর্ত দেখা গেল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাঁকে আলিঙ্গন করেন এবং মাথায় চুমু দেন। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদন থেকে...
৪১ মিনিট আগেউত্তর প্রদেশের সীতাপুরে সরকারি শিক্ষা দপ্তরের এক কর্মকর্তাকে (প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা বিএসএ) বেল্ট খুলে পিটিয়েছেন এক প্রধান শিক্ষক। গত মঙ্গলবার সন্ধ্যায় একজন নারী শিক্ষকের করা অভিযোগের ব্যাখ্যা চাওয়ার পর শিক্ষা দপ্তরের অফিসে এ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই প্রধান শিক্ষক বেল্ট দিয়ে বিএসএ অখিলে
৪২ মিনিট আগেলাদাখের রাজ্য মর্যাদা দাবির আন্দোলনের মুখপাত্র পরিবেশবাদী অধিকারকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতায় প্ররোচিত করার’ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের এক দিন আগে তিনি বলেছিলেন, এই আন্দোলনের জন্য তাঁকে যদি গ্রেপ্তার করা হয়, তাতেও তিনি খুশি..
১ ঘণ্টা আগেবিদেশে কর্মরত ফিলিপাইনের গৃহকর্মীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণে বড়সড় পরিবর্তন এনেছে ম্যানিলা। ন্যূনতম মজুরি ১০০ ডলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে এখন বাজার চাহিদা অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। কিন্তু অন্যান্য গন্তব্যে ৫০০ ডলারের
২ ঘণ্টা আগে