পর পর দুটি ভয়াবহ বন্দুক সহিংসতার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘অ্যাসল্ট ওয়েপনস’ বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র (সেমি অটোমেটিক) নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার ৮৬ বছর বয়সী রুথ উইটফিল্ডের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে কমলা হ্যারিস এই আহ্বান জানান। রুথ গত ১৪ মে বাফেলো সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন। এর মাত্র ১০ দিন পর টেক্সাসের একটি স্কুলে একজন বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে মেরে ফেলেছে।
কমলা হ্যারিস বলেন, ‘যথেষ্ট হয়েছে। এসব বন্দুক সহিংসতা আর সহ্য করা যায় না। এ ধরনের অপরাধ বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বন্দুক সহিংসতা বন্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সাহস থাকা উচিত।’
সমাধান খুব সহজ উল্লেখ করে হ্যারিস বলেন, ‘সব ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে হবে। আপনি কি জানেন, অ্যাসল্ট ওয়েপন বা সেমি অটোমেটিক অস্ত্র কী? এটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা অস্ত্র, যা দিয়ে খুব অল্প সময়ে অনেক মানুষ মেরে ফেলা যায়। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়। নাগরিক সমাজে এই অস্ত্রের কোনো জায়গা নেই।’
গত মঙ্গলবার টেক্সাসের উভালদের স্কুলে যিনি হামলা চালিয়েছেন, তাঁর কাছে এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক রাইফেল ছিল। এ ছাড়া তাঁর কাছে ১ হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন পাওয়া গেছে।
অন্যদিকে নিউইয়র্কের বাফেলো সুপারমার্কেটে যিনি হামলা চালিয়েছিলেন, তাঁর কাছেও এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক অস্ত্র পাওয়া গেছে। এসব অস্ত্র কেনার সময় এরা কেউই বাধার মুখে পড়েননি।
কমলা হ্যারিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে কেউ যখন-তখন কেন এসব অস্ত্র হরহামেশা কিনতে পারবে? তাঁদের কাছে অস্ত্র বিক্রির আগে কেউ কি জানতে চেয়েছে, লোকটি অপরাধী কি না? লোকটি অন্যদের জন্য হুমকি কি না?’
যুক্তরাষ্ট্রে বন্দুক আইন এখন আলোচিত বিষয়। এ আইনের সংস্কার নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন মার্কিন রাজনীতিকেরা। প্রায় সব ডেমোক্র্যাট এই আইনের শক্তিশালী নিয়ন্ত্রণ চান। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ রিপাবলিকান রয়েছেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে।
পর পর দুটি ভয়াবহ বন্দুক সহিংসতার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘অ্যাসল্ট ওয়েপনস’ বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র (সেমি অটোমেটিক) নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার ৮৬ বছর বয়সী রুথ উইটফিল্ডের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে কমলা হ্যারিস এই আহ্বান জানান। রুথ গত ১৪ মে বাফেলো সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন। এর মাত্র ১০ দিন পর টেক্সাসের একটি স্কুলে একজন বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে মেরে ফেলেছে।
কমলা হ্যারিস বলেন, ‘যথেষ্ট হয়েছে। এসব বন্দুক সহিংসতা আর সহ্য করা যায় না। এ ধরনের অপরাধ বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বন্দুক সহিংসতা বন্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সাহস থাকা উচিত।’
সমাধান খুব সহজ উল্লেখ করে হ্যারিস বলেন, ‘সব ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে হবে। আপনি কি জানেন, অ্যাসল্ট ওয়েপন বা সেমি অটোমেটিক অস্ত্র কী? এটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা অস্ত্র, যা দিয়ে খুব অল্প সময়ে অনেক মানুষ মেরে ফেলা যায়। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়। নাগরিক সমাজে এই অস্ত্রের কোনো জায়গা নেই।’
গত মঙ্গলবার টেক্সাসের উভালদের স্কুলে যিনি হামলা চালিয়েছেন, তাঁর কাছে এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক রাইফেল ছিল। এ ছাড়া তাঁর কাছে ১ হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন পাওয়া গেছে।
অন্যদিকে নিউইয়র্কের বাফেলো সুপারমার্কেটে যিনি হামলা চালিয়েছিলেন, তাঁর কাছেও এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক অস্ত্র পাওয়া গেছে। এসব অস্ত্র কেনার সময় এরা কেউই বাধার মুখে পড়েননি।
কমলা হ্যারিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে কেউ যখন-তখন কেন এসব অস্ত্র হরহামেশা কিনতে পারবে? তাঁদের কাছে অস্ত্র বিক্রির আগে কেউ কি জানতে চেয়েছে, লোকটি অপরাধী কি না? লোকটি অন্যদের জন্য হুমকি কি না?’
যুক্তরাষ্ট্রে বন্দুক আইন এখন আলোচিত বিষয়। এ আইনের সংস্কার নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন মার্কিন রাজনীতিকেরা। প্রায় সব ডেমোক্র্যাট এই আইনের শক্তিশালী নিয়ন্ত্রণ চান। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ রিপাবলিকান রয়েছেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৭ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে