যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় সংঘাত নির্মূলের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ ছড়ানোও বন্ধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কর্তৃপক্ষ। সেই বিবৃতিতেই এই অবস্থান ব্যক্ত করেন ট্রাম্প। বিবৃতিতে ট্রাম্প ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ‘ঘৃণ্য’ বলেও আখ্যা দেন।
বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি যখন হোয়াইট হাউসে ফিরে আসবেন (দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন), তখন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ও যুক্তরাষ্ট্রজুড়ে কলেজ ক্যাম্পাসগুলোতে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়া মোকাবিলার সর্বাত্মক প্রচেষ্টা করবেন।’
গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থিত নিজ বাসভবন মার-এ-লাগোতে উষ্ণ অভ্যর্থনা জানান বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এর একটি ভিডিও প্রকাশ করেন।
এদিকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলার হুংকার দিয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে এই হুংকার দেন তিনি।
ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে, যার সম্ভাবনা সব সময়ই আছে—এমনটি ঘটলে আমি আশা করব, আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। যদি তা না হয়, তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর দেওয়া এক ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে ইরানি চক্রান্ত তুলে ধরার পর ট্রাম্প এই পোস্ট করেন। অবশ্য ট্রাম্প এর আগেও প্রেসিডেন্ট থাকাকালে একাধিকবার ইরানের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় সংঘাত নির্মূলের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ ছড়ানোও বন্ধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কর্তৃপক্ষ। সেই বিবৃতিতেই এই অবস্থান ব্যক্ত করেন ট্রাম্প। বিবৃতিতে ট্রাম্প ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ‘ঘৃণ্য’ বলেও আখ্যা দেন।
বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি যখন হোয়াইট হাউসে ফিরে আসবেন (দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন), তখন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ও যুক্তরাষ্ট্রজুড়ে কলেজ ক্যাম্পাসগুলোতে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়া মোকাবিলার সর্বাত্মক প্রচেষ্টা করবেন।’
গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থিত নিজ বাসভবন মার-এ-লাগোতে উষ্ণ অভ্যর্থনা জানান বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এর একটি ভিডিও প্রকাশ করেন।
এদিকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলার হুংকার দিয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে এই হুংকার দেন তিনি।
ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে, যার সম্ভাবনা সব সময়ই আছে—এমনটি ঘটলে আমি আশা করব, আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। যদি তা না হয়, তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর দেওয়া এক ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে ইরানি চক্রান্ত তুলে ধরার পর ট্রাম্প এই পোস্ট করেন। অবশ্য ট্রাম্প এর আগেও প্রেসিডেন্ট থাকাকালে একাধিকবার ইরানের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দিয়েছেন।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
২ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪ ঘণ্টা আগে