Ajker Patrika

বাজেট অফিসের প্রধান হিসেবে দুই নারীর নাম ঘোষণা করলেন বাইডেন

বাজেট অফিসের প্রধান হিসেবে দুই নারীর নাম ঘোষণা করলেন বাইডেন

হোয়াইট হাউসের বাজেট অফিস চালানোর জন্য দুজন নারীর নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার বাইডেন এই দুই নারীর নাম ঘোষণা করেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন শালান্দা ইয়াংকে বাজেট অফিসের পরিচালক হিসেবে কাজ করার জন্য বেছে নিয়েছেন। শালান্দা এরই মধ্যে অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ডেপুটি ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন ন্যানি কলোরেটিকে। কলোরেটি আবাসন ও নগর উন্নয়নের সাবেক ডেপুটি সেক্রেটারি ছিলেন। 

শালান্দা হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সাবেক কর্মী। তিনি গত মার্চে ডেপুটি ডিরেক্টরের পদে যোগ দেন। এবার পরিচালক হলে এই পদে তিনিই হবেন শীর্ষ ভূমিকায় কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা। এ ছাড়া কলোরেটি ফিলিপিনো বংশোদ্ভূত। এই পদে যোগ দিলে কলোরেটি বাইডেন প্রশাসনে শীর্ষস্থানীয় এশিয়ান আমেরিকানদের একজন হবেন। 

বাইডেন একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘আমি সিনেটকে দ্রুত তাঁদের নিশ্চিত করার জন্য অনুরোধ করছি, যেন তাঁরা এই গুরুত্বপূর্ণ সময়ে ওএমবিকে নেতৃত্ব দিতে পারে।’ 

উল্লেখ্য, ওএমবি যুক্তরাষ্ট্রের ৪ লাখ কোটি ডলারের ফেডারেল বাজেটের তত্ত্বাবধান করে। এ ছাড়া সরকারের ক্রিয়াকলাপ এবং প্রবিধান সমন্বয় করতে সহায়তা করে। অন্যান্য দায়িত্বের মধ্যে এটি ফেডারেল কর্মীদের করোনা টিকা দেওয়ার নিয়ম মেনে চলার বিষয়টিও তদারকি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত