Ajker Patrika

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮: ৩৫
করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ

করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না কমতেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ। প্রায় ১৮ বছর পর দেশটিতে আবারও পাওয়া গেছে হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স একটি ভাইরাসবাহিত রোগ। এটিও করোনার মতোই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ডালাসের এক হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই রোগ দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই সময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ায় এখনই চিন্তিত নন তাঁরা। মার্কিন সরকারের পক্ষ থেকে এ নিয়ে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। তবে সেই সঙ্গে পরিস্থিতির দিকে কঠোর নজরও রাখা হচ্ছে।

জানা গেছে, গত ৮ জুলাই ও ৯ জুলাই বিমানে যাত্রা করেছিলেন আক্রান্ত ব্যক্তি। তখন তাঁর পাশে কারা ছিলেন তা খুঁজে বের করে তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে কোনো ভাবেই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।

এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনো কখনো সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শুরুতে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ থাকলেও পরে সারা শরীরে ও মুখে র‍্যাশ দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ