অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাস্থ্য বিভাগকে ওষুধের দাম নিয়ে আইন সংশোধনের জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে চাইলেও প্রচলিত আইনের কারণে সম্ভব হয়নি। কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে এই আইন সংশোধনের জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন তাদের জন্য একটি বড় সুখবর বয়ে আনবে।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের অধীনে মেডিকেয়ার প্রথমবারের মতো সরাসরি ওষুধের দাম নিয়ে আলোচনা করতে পেরেছিল। এই আলোচনার পর গত বছর প্রথম দফায় ১০টি ওষুধের দাম ৭৯ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল।
এবার ট্রাম্প প্রশাসন ১৫টি ওষুধের দাম আলোচনা করবে, যেগুলোর মধ্যে রয়েছে নোভো নরডিস্কের ডায়াবেটিস এবং ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভি এবং ফাইজারের ক্যানসার ওষুধ আইব্রান্স ও এক্সট্যান্ডি।
নতুন আইনে হাসপাতালে ওষুধের দাম ৩৫ শতাংশ কম হতে পারে, তাই ট্রাম্প এগুলোর মধ্যে সমন্বয় চেয়েছেন। এ ছাড়া রোগীরা যেখানেই চিকিৎসা নিক না কেন, একই হারে ফি দেবেন।
ফ্লোরিডা ইতিমধ্যে কানাডা থেকে সরাসরি ওষুধ আমদানির অনুমোদন পেয়েছে। ট্রাম্প অন্যান্য রাজ্যকেও এই প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করছেন।
ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি নতুন ওষুধ উদ্ভাবনে বিনিয়োগকে উৎসাহিত করবে।
তবে সমালোচকেরা বলছেন, এটি মেডিকেয়ারের খরচ বাড়াবে এবং রোগীদের জন্য ওষুধের দাম কমবে না।
এই পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য কংগ্রেসের সমর্থন প্রয়োজন। কারণ, মূল্য আলোচনার প্রক্রিয়া আইন দ্বারা নিয়ন্ত্রিত। ট্রাম্পের স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র কংগ্রেসের সঙ্গে আলোচনা করবেন।
প্রসঙ্গত, মেডিকেয়ার প্রায় ৬ কোটি ৬০ লাখ মার্কিনকে (বেশির ভাগ ৬৫ বছরের বেশি বয়সী) সেবা দেয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাস্থ্য বিভাগকে ওষুধের দাম নিয়ে আইন সংশোধনের জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে চাইলেও প্রচলিত আইনের কারণে সম্ভব হয়নি। কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে এই আইন সংশোধনের জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন তাদের জন্য একটি বড় সুখবর বয়ে আনবে।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের অধীনে মেডিকেয়ার প্রথমবারের মতো সরাসরি ওষুধের দাম নিয়ে আলোচনা করতে পেরেছিল। এই আলোচনার পর গত বছর প্রথম দফায় ১০টি ওষুধের দাম ৭৯ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল।
এবার ট্রাম্প প্রশাসন ১৫টি ওষুধের দাম আলোচনা করবে, যেগুলোর মধ্যে রয়েছে নোভো নরডিস্কের ডায়াবেটিস এবং ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভি এবং ফাইজারের ক্যানসার ওষুধ আইব্রান্স ও এক্সট্যান্ডি।
নতুন আইনে হাসপাতালে ওষুধের দাম ৩৫ শতাংশ কম হতে পারে, তাই ট্রাম্প এগুলোর মধ্যে সমন্বয় চেয়েছেন। এ ছাড়া রোগীরা যেখানেই চিকিৎসা নিক না কেন, একই হারে ফি দেবেন।
ফ্লোরিডা ইতিমধ্যে কানাডা থেকে সরাসরি ওষুধ আমদানির অনুমোদন পেয়েছে। ট্রাম্প অন্যান্য রাজ্যকেও এই প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করছেন।
ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি নতুন ওষুধ উদ্ভাবনে বিনিয়োগকে উৎসাহিত করবে।
তবে সমালোচকেরা বলছেন, এটি মেডিকেয়ারের খরচ বাড়াবে এবং রোগীদের জন্য ওষুধের দাম কমবে না।
এই পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য কংগ্রেসের সমর্থন প্রয়োজন। কারণ, মূল্য আলোচনার প্রক্রিয়া আইন দ্বারা নিয়ন্ত্রিত। ট্রাম্পের স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র কংগ্রেসের সঙ্গে আলোচনা করবেন।
প্রসঙ্গত, মেডিকেয়ার প্রায় ৬ কোটি ৬০ লাখ মার্কিনকে (বেশির ভাগ ৬৫ বছরের বেশি বয়সী) সেবা দেয়।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে