আদালত অমান্য করায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালতের বিচারক। তিনি বলেছেন, ট্রাম্প যদি আবারও আদালতের আদেশ অমান্য করেন বা আদালতের কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাঁকে জেলে পাঠানোও হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলার বিচার কার্যক্রম চলছে। সেই মামলায় ডোনাল্ড ট্রাম্প আদালতের কর্মচারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষোদ্গার করেন। পরে বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারক ডোনাল্ড ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা দিতে বলেন। এ সময় বিচারপতি বলেন, এমন আচরণের পুনরাবৃত্তি হলে ট্রাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকের কেরানিকে উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন। পরে সেই লেখা সরিয়ে নিতে নির্দেশ দেন আদালত। এর দুই সপ্তাহ পরেও ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে সেই লেখা দৃশ্যমান ছিল।’
বিচারপতি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে এই আদেশ অমান্য করার বিষয়টিকে অসাবধানতাবশত ঘটেছে বলেই মনে হচ্ছে।’ এ সময় তিনি ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আর কোনো ভুল নয়: ভবিষ্যতে এ ধরনের আদেশ অমান্য করা হলে তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন, খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং এ কারণে কঠোর শাস্তি দেওয়া হবে।’ এ সময় তিনি শাস্তির বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেন, আরও বিশাল জরিমানা করা হতে পারে, এমনকি জেলে ঢুকিয়েও দেওয়া হতে পারে।
এদিকে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবসায়িক তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছেন নিউইয়র্কের একটি আদালত। বিচারক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বছরের পর বছর তাঁর রিয়েল এস্টেট ব্যবসাসংক্রান্ত তথ্য জালিয়াতি করেছেন এবং এই ব্যবসা তাঁকে খ্যাতি ও অর্থনৈতিক সমৃদ্ধির শিখরে পৌঁছে দিয়েছিল। শাস্তি হিসেবে নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল করার আদেশ দিয়েছেন আদালত।
ট্রাম্পের বিরুদ্ধে এই দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস। মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরন রায় দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠান তাদের সম্পদের অতিমূল্যায়ন করেছেন এবং নেট সম্পদ জালিয়াতির মাধ্যমে বেশি দেখিয়ে ব্যাংক, ইনস্যুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করেছেন। এসব করার মাধ্যমে ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠান বিভিন্ন চুক্তি ও ঋণ বাগিয়ে নিয়েছেন।
আদালত অমান্য করায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালতের বিচারক। তিনি বলেছেন, ট্রাম্প যদি আবারও আদালতের আদেশ অমান্য করেন বা আদালতের কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাঁকে জেলে পাঠানোও হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলার বিচার কার্যক্রম চলছে। সেই মামলায় ডোনাল্ড ট্রাম্প আদালতের কর্মচারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষোদ্গার করেন। পরে বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারক ডোনাল্ড ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা দিতে বলেন। এ সময় বিচারপতি বলেন, এমন আচরণের পুনরাবৃত্তি হলে ট্রাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকের কেরানিকে উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন। পরে সেই লেখা সরিয়ে নিতে নির্দেশ দেন আদালত। এর দুই সপ্তাহ পরেও ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে সেই লেখা দৃশ্যমান ছিল।’
বিচারপতি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে এই আদেশ অমান্য করার বিষয়টিকে অসাবধানতাবশত ঘটেছে বলেই মনে হচ্ছে।’ এ সময় তিনি ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আর কোনো ভুল নয়: ভবিষ্যতে এ ধরনের আদেশ অমান্য করা হলে তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন, খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং এ কারণে কঠোর শাস্তি দেওয়া হবে।’ এ সময় তিনি শাস্তির বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেন, আরও বিশাল জরিমানা করা হতে পারে, এমনকি জেলে ঢুকিয়েও দেওয়া হতে পারে।
এদিকে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবসায়িক তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছেন নিউইয়র্কের একটি আদালত। বিচারক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বছরের পর বছর তাঁর রিয়েল এস্টেট ব্যবসাসংক্রান্ত তথ্য জালিয়াতি করেছেন এবং এই ব্যবসা তাঁকে খ্যাতি ও অর্থনৈতিক সমৃদ্ধির শিখরে পৌঁছে দিয়েছিল। শাস্তি হিসেবে নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল করার আদেশ দিয়েছেন আদালত।
ট্রাম্পের বিরুদ্ধে এই দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস। মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরন রায় দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠান তাদের সম্পদের অতিমূল্যায়ন করেছেন এবং নেট সম্পদ জালিয়াতির মাধ্যমে বেশি দেখিয়ে ব্যাংক, ইনস্যুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করেছেন। এসব করার মাধ্যমে ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠান বিভিন্ন চুক্তি ও ঋণ বাগিয়ে নিয়েছেন।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বয়কটের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ড্যানিশ ভোক্তারা কোকা-কোলা বয়কট করছেন।
২৩ মিনিট আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে