ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এবার নিরাপত্তার চাদরে মোড়ানো পেন্টাগনের বাইরেই ঘটেছে গোলাগুলির ঘটনা। এ ঘটনায় এক মার্কিন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাতে গতকাল এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সিএনএন–এর খবরে বলা হয়–মঙ্গলবার সকালে পেন্টাগন ভবনের বাইরেই একটি মেট্রোরেল প্ল্যাটফর্মে গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট। দুটি আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য মতে, নিহত পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে অপর এক পুলিশ সদস্য ওই ব্যক্তিটিকে গুলি করে হত্যা করে। এ সময় কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে, সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তিটির পরিচয়ও জানা গেছে। ২৭ বছর বয়সী এই ব্যক্তির নাম অস্টিন ল্যাঞ্জ। তিনি জর্জিয়ার বাসিন্দা। মার্কিন নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবরে নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন অস্টিন। কিন্তু সেই বছরের নভেম্বরেই তিনি প্রশাসনিকভাবে বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
পেন্টাগন নিরাপত্তা বাহিনীর প্রধান উডরো কুজি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে দুর্ঘটনাটি সম্পর্কে একটি রেডিও বার্তা পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিক এই ঘটনাটিতে হঠাৎ করেই থমকে গিয়েছিল পেন্টাগন।
কুজি জানান, ঘটনাটির পরম্পরায় পেন্টাগন এলাকায় লকডাউন জারি করা হয়। যদিও এই লকডাউন এক ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। ঘটনাটিতে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব পালন করছে এখন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এবার নিরাপত্তার চাদরে মোড়ানো পেন্টাগনের বাইরেই ঘটেছে গোলাগুলির ঘটনা। এ ঘটনায় এক মার্কিন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাতে গতকাল এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সিএনএন–এর খবরে বলা হয়–মঙ্গলবার সকালে পেন্টাগন ভবনের বাইরেই একটি মেট্রোরেল প্ল্যাটফর্মে গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট। দুটি আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য মতে, নিহত পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে অপর এক পুলিশ সদস্য ওই ব্যক্তিটিকে গুলি করে হত্যা করে। এ সময় কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে, সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তিটির পরিচয়ও জানা গেছে। ২৭ বছর বয়সী এই ব্যক্তির নাম অস্টিন ল্যাঞ্জ। তিনি জর্জিয়ার বাসিন্দা। মার্কিন নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবরে নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন অস্টিন। কিন্তু সেই বছরের নভেম্বরেই তিনি প্রশাসনিকভাবে বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
পেন্টাগন নিরাপত্তা বাহিনীর প্রধান উডরো কুজি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে দুর্ঘটনাটি সম্পর্কে একটি রেডিও বার্তা পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিক এই ঘটনাটিতে হঠাৎ করেই থমকে গিয়েছিল পেন্টাগন।
কুজি জানান, ঘটনাটির পরম্পরায় পেন্টাগন এলাকায় লকডাউন জারি করা হয়। যদিও এই লকডাউন এক ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। ঘটনাটিতে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব পালন করছে এখন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
১ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে