যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিরোধী। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তাঁর প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কের ম্যানহাটানে স্থানীয় সময় গতকাল সোমবার একটি জনসভা করেন ট্রাম্প। সেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেখানে ট্রাম্প ও অন্যান্য বক্তারা অভিবাসন ও অন্যান্য বিষয়ে ‘বর্ণবাদী’ ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। একই সময়ে তাঁরা ট্রাম্পের এই জনসভাকে ১৯৩৯ সালে অর্থাৎ ৮৫ বছর আগে একই স্থানে অনুষ্ঠিত নাৎসিদের একটি জনসভার সঙ্গে তুলনা করেছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক নির্বাচনী প্রচার সমাবেশে বলেন, ‘আমি নাৎসি নই বরং আমি নাৎসিদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘হ্যারিসের নির্বাচনী প্রচার দল তাঁকে নাৎসি হিসেবে চিত্রিত করেছে। কমলা এবং তার প্রচারণার নতুন লাইন হলো, যারা তাঁকে ভোট দিচ্ছে না তারা একেজন নাৎসি, তার মানে নাৎসি।’
ট্রাম্প বলেন, ‘তারা আমাকে উদ্দেশ্য করে বলে “তিনি হিটলার” এবং তারপর তারা আরও বলে, “তিনি একজন নাৎসি”। আমি নাৎসি নই, এর বিরোধী।’ এ সময় ট্রাম্প তাঁর সমর্থকদের উল্লাস করতে বলেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন নাৎসি শব্দটা কখনো ব্যবহার করবে না, কিন্তু আজ মানুষ যেভাবে কথা বলছে তা খুবই জঘন্য।’
এর আগে, ম্যানহাটানে ট্রাম্পের জনসভাকে ইঙ্গিত করে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ গতকাল সোমবার নেভাদার হেন্ডারসনে এক অনুষ্ঠানে, ‘এখানে ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ের এক বড় সমাবেশের সঙ্গে এর সরাসরি মিল আছে।’ ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘ট্রাম্প ১৯৩৯ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত (নাৎসিদের) র্যালি পুনরায় মঞ্চস্থ করছেন।’
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ট্রাম্প নাকি বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন।’ এ ছাড়া কেলিকে নাকি ট্রাম্প বলেছিলেন, তিনি হিটলারের মতো জেনারেল চান। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এই মন্তব্যগুলো অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিরোধী। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তাঁর প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কের ম্যানহাটানে স্থানীয় সময় গতকাল সোমবার একটি জনসভা করেন ট্রাম্প। সেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেখানে ট্রাম্প ও অন্যান্য বক্তারা অভিবাসন ও অন্যান্য বিষয়ে ‘বর্ণবাদী’ ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। একই সময়ে তাঁরা ট্রাম্পের এই জনসভাকে ১৯৩৯ সালে অর্থাৎ ৮৫ বছর আগে একই স্থানে অনুষ্ঠিত নাৎসিদের একটি জনসভার সঙ্গে তুলনা করেছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক নির্বাচনী প্রচার সমাবেশে বলেন, ‘আমি নাৎসি নই বরং আমি নাৎসিদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘হ্যারিসের নির্বাচনী প্রচার দল তাঁকে নাৎসি হিসেবে চিত্রিত করেছে। কমলা এবং তার প্রচারণার নতুন লাইন হলো, যারা তাঁকে ভোট দিচ্ছে না তারা একেজন নাৎসি, তার মানে নাৎসি।’
ট্রাম্প বলেন, ‘তারা আমাকে উদ্দেশ্য করে বলে “তিনি হিটলার” এবং তারপর তারা আরও বলে, “তিনি একজন নাৎসি”। আমি নাৎসি নই, এর বিরোধী।’ এ সময় ট্রাম্প তাঁর সমর্থকদের উল্লাস করতে বলেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন নাৎসি শব্দটা কখনো ব্যবহার করবে না, কিন্তু আজ মানুষ যেভাবে কথা বলছে তা খুবই জঘন্য।’
এর আগে, ম্যানহাটানে ট্রাম্পের জনসভাকে ইঙ্গিত করে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ গতকাল সোমবার নেভাদার হেন্ডারসনে এক অনুষ্ঠানে, ‘এখানে ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ের এক বড় সমাবেশের সঙ্গে এর সরাসরি মিল আছে।’ ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘ট্রাম্প ১৯৩৯ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত (নাৎসিদের) র্যালি পুনরায় মঞ্চস্থ করছেন।’
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ট্রাম্প নাকি বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন।’ এ ছাড়া কেলিকে নাকি ট্রাম্প বলেছিলেন, তিনি হিটলারের মতো জেনারেল চান। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এই মন্তব্যগুলো অস্বীকার করেছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা (এনজিও) হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শতবর্ষে পদার্পণ উপলক্ষে তিনি হিন্দুত্ববাদী এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং জাতি গঠনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। চলতি বছর আরএসএস প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উদ্যাপন
১৭ মিনিট আগেইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
১ ঘণ্টা আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১২ ঘণ্টা আগে