পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি উত্তরে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দূরে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় আজ বুধবার ভোরে পার্বত্য অঞ্চলে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল ওয়াশুকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নূরুল্লাহ এসসাজাই আল জাজিরাকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে আট থেকে ১০ জন গুরুতর আহত রোগী রয়েছেন এবং তাদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করেছি। অন্য কয়েকজনকে খুজদারের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।’
ওয়াশুকের সরকারি কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, বাসটি একটি সেতুর ওপর থেকে পাথুরে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারানো পরিবারগুলোর দুঃখ আমরা ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান করব।’
সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটাই সাধারণ ঘটনা। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। এই মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি উত্তরে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দূরে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় আজ বুধবার ভোরে পার্বত্য অঞ্চলে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল ওয়াশুকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নূরুল্লাহ এসসাজাই আল জাজিরাকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে আট থেকে ১০ জন গুরুতর আহত রোগী রয়েছেন এবং তাদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করেছি। অন্য কয়েকজনকে খুজদারের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।’
ওয়াশুকের সরকারি কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, বাসটি একটি সেতুর ওপর থেকে পাথুরে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারানো পরিবারগুলোর দুঃখ আমরা ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান করব।’
সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটাই সাধারণ ঘটনা। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। এই মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৩ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৪ ঘণ্টা আগে