Ajker Patrika

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি উত্তরে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দূরে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় আজ বুধবার ভোরে পার্বত্য অঞ্চলে খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থল ওয়াশুকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নূরুল্লাহ এসসাজাই আল জাজিরাকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের কাছে আট থেকে ১০ জন গুরুতর আহত রোগী রয়েছেন এবং তাদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করেছি। অন্য কয়েকজনকে খুজদারের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।’

ওয়াশুকের সরকারি কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, বাসটি একটি সেতুর ওপর থেকে পাথুরে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারানো পরিবারগুলোর দুঃখ আমরা ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান করব।’

সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটাই সাধারণ ঘটনা। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। এই মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত