পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার পিটিআই সমর্থক। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত বছরের আগস্ট থেকে দুর্নীতিসহ নানা অভিযোগে কারাবন্দী ইমরান খান। তাঁর মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ইদ্দত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে গত জুলাইয়ে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। পরে তাদের সেই মামলায় খালাস দেওয়া হয়। সেসময় তাদের কারামুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তোশাখানা মামলায় ইমরান খানকে নতুন করে গ্রেপ্তার দেখায় পাকিস্তানের দুর্নীতি দমন বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। যদিও আগের দুটি তোশাখানা মামলায় তাঁর সাজা এরই মধ্যে বাতিল করা হয়েছে। এ ছাড়া সাইফার মামলায়ও তিনি খালাস পেয়েছেন।
গতকালের সমাবেশে পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, ‘পিটিআই নেতা–কর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। কোনো বাধা আমাদের দমাতে পারবে না।’
শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও শেষের দিকে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ করার ব্যাপারে আগে থেকেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পিটিআইয়ের নেতা–কর্মীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমাবেশ শেষ করেননি। তখন পিটিআই কর্মীদের সমাবেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশের দাবি, পিটিআই কর্মীরাই আগে ইট–পাটকেল ছুড়তে শুরু করে। এতে জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) শোয়েব খানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তখন বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই এলাকা থেকে পিটিআইয়ের কর্মীদের হটিয়ে দেয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার পিটিআই সমর্থক। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত বছরের আগস্ট থেকে দুর্নীতিসহ নানা অভিযোগে কারাবন্দী ইমরান খান। তাঁর মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ইদ্দত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে গত জুলাইয়ে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। পরে তাদের সেই মামলায় খালাস দেওয়া হয়। সেসময় তাদের কারামুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তোশাখানা মামলায় ইমরান খানকে নতুন করে গ্রেপ্তার দেখায় পাকিস্তানের দুর্নীতি দমন বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। যদিও আগের দুটি তোশাখানা মামলায় তাঁর সাজা এরই মধ্যে বাতিল করা হয়েছে। এ ছাড়া সাইফার মামলায়ও তিনি খালাস পেয়েছেন।
গতকালের সমাবেশে পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, ‘পিটিআই নেতা–কর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। কোনো বাধা আমাদের দমাতে পারবে না।’
শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও শেষের দিকে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ করার ব্যাপারে আগে থেকেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পিটিআইয়ের নেতা–কর্মীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমাবেশ শেষ করেননি। তখন পিটিআই কর্মীদের সমাবেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশের দাবি, পিটিআই কর্মীরাই আগে ইট–পাটকেল ছুড়তে শুরু করে। এতে জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) শোয়েব খানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তখন বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই এলাকা থেকে পিটিআইয়ের কর্মীদের হটিয়ে দেয়।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২২ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে