Ajker Patrika

সেনাবাহিনীর কাছে ‘অবৈধ’ সহায়তা চেয়েছিলেন ইমরান: আইএসআই প্রধান 

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৭: ৫২
সেনাবাহিনীর কাছে ‘অবৈধ’ সহায়তা চেয়েছিলেন ইমরান: আইএসআই প্রধান 

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান দাবি করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর সরকার টিকিয়ে রাখতে সেনাবাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সহায়তা চেয়েছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ইমরান খান চলতি বছরের এপ্রিলে তাঁর সরকারের পতনে পাকিস্তানের সেনাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করেন। তাঁর এই মন্তব্যের অল্প পরেই আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এ মন্তব্য করলেন। তিনি বলেন, ‘খানের সমালোচনার কারণ হলো সেনাপ্রধান ও সামরিক বাহিনী অবৈধ বা অসাংবিধানিক কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিল।’

লে. জেনারেল নাদিম আনজুম এ সময় আরও জানান, সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী একটি পরিষ্কার নীতি প্রণয়ন করেছে যে তাঁরা রাজনীতির বাইরে থাকবে এবং এ কারণেই ইমরান বারবার অনুরোধ করার পরও সেনাবাহিনী তাঁর অনুরোধে সাড়া দেয়নি। সাধারণত আইএসআইয়ের প্রধান জনসমক্ষে খুব একটা মন্তব্য করেন না। তবে এবার তিনি ইমরান খানের বিষয়ে মন্তব্য করলেও ইমরান খান কী অনুরোধ করেছিলেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

অতীতে পাকিস্তান সেনাবাহিনী বেশ কিছু ভুল করেছে—স্বীকার করে নাদিম আনজুম বলেন, ‘উত্তেজনা কমাতে সম্প্রতি ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বৈঠক করেছেন।’ তবে ফলাফল কী সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে তিনি বলেছেন, ইমরান খান ‘রাতের আঁধারে’ সামরিক নেতৃত্বের সঙ্গে দেখা করেন অনুগ্রহ চাইতে এবং পরদিনই তিনি তাঁকে আক্রমণ করে কথা বলেন।

তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা আসাদ উমর আইএসআই প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত