আদালত অবমাননা মামলায় লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁর বিরুদ্ধে জারি করা কারণ দর্শানো আদেশও তুলে নিয়েছে। কার্যত আদালতের এই নির্দেশের মধ্য দিয়ে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শেষ হওয়ার পথে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ এই নির্দেশ দেয়। গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্য করার দায়ে ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ, বিচারপতি মহসীন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীর এবং বিচারপতি বাবর সাত্তারের বেঞ্চ আজ এই মামলার শুনানি করেন। এ সময় ইমরান খানের আইনজীবী আদালতকে জানান, তাঁরা তৃতীয় দফা আবেদন পেশ করেছেন আদালতে।
পরে প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ ইমরান খানকে জিজ্ঞাসা করেন, ‘আমরা আপনার হলফনামা পড়েছি। আপনি কী আরও কোনো বক্তব্য সংযুক্ত করতে চান?’ তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আদালত অবমাননার মামলা থাকলেও ইমরানের খানের বর্তমান অবস্থানের কারণে এটি খারিজ করা হয়েছে।
প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ আরও বলেন, ‘আমরা সব সময়ই আদালত অবমাননার মামলাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।’ তিনি আরও বলেন, ‘ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের বিরুদ্ধে যে নির্দেশ জারি করেছিল তা তুলে নেওয়া হলো। এর মধ্য দিয়ে তেহরিক–ই–ইনসাফের প্রধানের বিরুদ্ধে চলমান প্রক্রিয়াও কার্যকরভাবে শেষ হলো। এবং এটিই এই বৃহত্তর বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমাবেশে অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা করা হয়। একই সঙ্গে আদালত অবমাননারও মামলা হয়। পরে ইসলামাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগটি বাদ দিতে নির্দেশ দেন।
আদালত অবমাননা মামলায় লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁর বিরুদ্ধে জারি করা কারণ দর্শানো আদেশও তুলে নিয়েছে। কার্যত আদালতের এই নির্দেশের মধ্য দিয়ে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শেষ হওয়ার পথে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ এই নির্দেশ দেয়। গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্য করার দায়ে ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ, বিচারপতি মহসীন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীর এবং বিচারপতি বাবর সাত্তারের বেঞ্চ আজ এই মামলার শুনানি করেন। এ সময় ইমরান খানের আইনজীবী আদালতকে জানান, তাঁরা তৃতীয় দফা আবেদন পেশ করেছেন আদালতে।
পরে প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ ইমরান খানকে জিজ্ঞাসা করেন, ‘আমরা আপনার হলফনামা পড়েছি। আপনি কী আরও কোনো বক্তব্য সংযুক্ত করতে চান?’ তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আদালত অবমাননার মামলা থাকলেও ইমরানের খানের বর্তমান অবস্থানের কারণে এটি খারিজ করা হয়েছে।
প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ আরও বলেন, ‘আমরা সব সময়ই আদালত অবমাননার মামলাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।’ তিনি আরও বলেন, ‘ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের বিরুদ্ধে যে নির্দেশ জারি করেছিল তা তুলে নেওয়া হলো। এর মধ্য দিয়ে তেহরিক–ই–ইনসাফের প্রধানের বিরুদ্ধে চলমান প্রক্রিয়াও কার্যকরভাবে শেষ হলো। এবং এটিই এই বৃহত্তর বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমাবেশে অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা করা হয়। একই সঙ্গে আদালত অবমাননারও মামলা হয়। পরে ইসলামাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগটি বাদ দিতে নির্দেশ দেন।
আলজেরিয়ায় এ সপ্তাহে এক চাঞ্চল্যকর ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এক নারী ২৬ বছর ধরে নিজের পারিবারিক বাড়িতেই একাকী বন্দী ছিলেন। সম্প্রতি এক প্রতিবেশী বিষয়টি পুলিশের নজরে আনলে ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি স্বেচ্ছায় বা অন্য কোনো কারণে বাইরে আসেননি। জানা গেছে, তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করার
১০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নিবিড় নজর রাখছে। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ সময় তিনি, ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
২ ঘণ্টা আগেইসরায়েলের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনের বেশি।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে