ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লাহোরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে বন্দুক হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও পিটিআইয়ের ১৪ জন নেতা-কর্মী। ইমরান খান এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শাহবাজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন, তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন।
শাহবাজ শরিফ বলেন, ‘আমি যদি এই হামলায় জড়িত থাকি, তাহলে আমার ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রমাণ দিতে পারলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।’
ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের প্রতি ‘ফুলকোর্ট’ কমিশন গঠন করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি ফুলকোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করি।’
গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের গুজরানওয়ালায় ‘হাকিকি আজাদি’ লং মার্চে আততায়ীদের গুলিতে আহত হন ইমরান খান। এক পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এদিন বন্দুকধারীদের হামলায় পিটিআইয়ের এক কর্মীর মৃত্যুসহ আরও বেশ কয়েকজন আহত হন। ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দেন।
ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লাহোরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে বন্দুক হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও পিটিআইয়ের ১৪ জন নেতা-কর্মী। ইমরান খান এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শাহবাজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন, তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন।
শাহবাজ শরিফ বলেন, ‘আমি যদি এই হামলায় জড়িত থাকি, তাহলে আমার ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রমাণ দিতে পারলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।’
ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের প্রতি ‘ফুলকোর্ট’ কমিশন গঠন করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি ফুলকোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করি।’
গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের গুজরানওয়ালায় ‘হাকিকি আজাদি’ লং মার্চে আততায়ীদের গুলিতে আহত হন ইমরান খান। এক পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এদিন বন্দুকধারীদের হামলায় পিটিআইয়ের এক কর্মীর মৃত্যুসহ আরও বেশ কয়েকজন আহত হন। ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দেন।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৩ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
৬ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
৬ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৭ ঘণ্টা আগে