Ajker Patrika

আমাকে হত্যার পরিকল্পিত প্লট ছিল এটি, আবারও ফিরব: ইমরান

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৬: ০০
আমাকে হত্যার পরিকল্পিত প্লট ছিল এটি, আবারও ফিরব: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, পরিকল্পিতভাবে প্লট সাজিয়ে তাঁকে ওয়াজিরাবাদে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে আল্লাহ তাঁকে আবারও জীবন দেওয়ায় তিনি শিগগির মাঠে ফিরবেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে ইমরান খান এসব কথা বলেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের গুজরানওয়ালায় আততায়ীদের গুলিতে আহত হন ইমরান খান। এক পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এদিন বন্দুকধারীদের হামলায় পিটিআইয়ের এক কর্মীর মৃত্যুসহ আরও ছয়জন আহত হন। ওই দিন ওই ঘটনায় একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
 
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরান খান বলেন, ‘আমি যখনই সুস্থ হয়ে উঠব, তখনই রাজপথের দখল নেব এবং ইসলামাবাদের পথে রওনা হওয়ার ডাক দেব। লাহোরের একটি হাসপাতাল থেকে সংবাদকর্মীদের সামনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি তাঁর সমর্থকদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন আন্দোলন চালিয়ে যায়। বিশেষ করে যতক্ষণ না কর্মকর্তারা তাঁর ওপর হামলা চালানোর দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন আন্দোলন চালিয়ে যাওয়া হয়।
 
উল্লেখ্য, ইমরান খান তাঁর ও তাঁর নেতা-কর্মীদের ওপর হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেছেন। একই সঙ্গে ইমরান খান এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

ইমরান খান বলেন, ‘আল্লাহ আমাকে একটি নতুন জীবন দিয়েছেন এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন।’ ইমরান খান আরও বলেন, ‘আমাকে হত্যা করার জন্য চারজন লোক রুদ্ধদ্বার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আমি আগেই জাতিকে জানিয়েছিলাম। সে জন্য আমি সেই চারজনের নাম উল্লেখ করে একটি ভিডিও রেকর্ড করেছি।’

ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই ঘটনায় দুজন অস্ত্রধারী লং মার্চে আক্রমণের ঘটনায় জড়িত এবং তাঁরা দুজন দুই দিক থেকে গুলি চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। বরং আমাকে হত্যার জন্য এটি একটি পরিকল্পিত প্লট ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত