আজকের পত্রিকা ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে বেশ কয়েকজন যাত্রীকে জিম্মি করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনটিতে গুলি চালিয়ে এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাত্রীদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেছেন—ট্রেনটিতে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রেনটি এখনো একটি পাহাড়ঘেরা সুড়ঙ্গের কাছেই আটকে রয়েছে।
এদিকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, যদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
বিএলএ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে এবং তারা প্রায়ই পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়ককে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিলেন। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোয়েটার রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর বেশ কয়েকজন নারী ও শিশু ট্রেন থেকে নেমে সিবি শহরের দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এদিকে কোয়েটার রেলওয়ে স্টেশনে যাত্রীদের স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। আজ মঙ্গলবার সকালে এই ট্রেনে এক যাত্রী কোয়েটা থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁর ছেলে মোহাম্মদ আশরাফ বিবিসি উর্দুকে জানান, তিনি এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, হামলাস্থলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা নেই। ফলে ট্রেনের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ। কিন্তু এটি সবচেয়ে অনুন্নত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, যা প্রায়ই সহিংসতায় রূপ নেয়।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে বেশ কয়েকজন যাত্রীকে জিম্মি করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনটিতে গুলি চালিয়ে এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাত্রীদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেছেন—ট্রেনটিতে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রেনটি এখনো একটি পাহাড়ঘেরা সুড়ঙ্গের কাছেই আটকে রয়েছে।
এদিকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, যদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
বিএলএ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করছে এবং তারা প্রায়ই পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়ককে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিলেন। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোয়েটার রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর বেশ কয়েকজন নারী ও শিশু ট্রেন থেকে নেমে সিবি শহরের দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এদিকে কোয়েটার রেলওয়ে স্টেশনে যাত্রীদের স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। আজ মঙ্গলবার সকালে এই ট্রেনে এক যাত্রী কোয়েটা থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁর ছেলে মোহাম্মদ আশরাফ বিবিসি উর্দুকে জানান, তিনি এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, হামলাস্থলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা নেই। ফলে ট্রেনের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ। কিন্তু এটি সবচেয়ে অনুন্নত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে, যা প্রায়ই সহিংসতায় রূপ নেয়।
৫০ হাজার ১৭০ কোটি রুপির সম্পদ নিয়ে গত বুধবার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ প্রথম হন জয়শ্রী। তাঁর পরেই ৪৬ হাজার ৫৮০ কোটি রুপির সম্পদ নিয়ে আছেন রাধা ভেম্বু। ফাল্গুনী নায়ার ৩৯ হাজার ৮১০ কোটি রুপির সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
৩৮ মিনিট আগেতিন দশকেরও বেশি সময় ধরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে পরিচিত ইয়াসিন মালিক। তিনি বর্তমানে নয়াদিল্লির তিহার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। একসময় সশস্ত্র সংগ্রামের প্রতীক ছিলেন, পরে অহিংস প্রতিরোধের পথ বেছে নেন। তবে, গত আগস্টের শেষে দিল্লি হাইকোর্টে ৫৯ বছর..
১ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবগুলো জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে ওই জাহাজগুলো থেকে আলাদা অবস্থানে থেকে নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে আরেকটি জাহাজ ‘কনসায়েন্স’। বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম...
২ ঘণ্টা আগেইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে অবরুদ্ধ গাজায় সাহায্য নিয়ে যাওয়া একমাত্র নৌযান ‘মেরিনেট’ দখল করে নিয়েছে। আজ শুক্রবার সকালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জোর করে ওই নৌযানটিতে উঠছে।
২ ঘণ্টা আগে