এক সময় ক্ষমতাচ্যুত হওয়ার প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ আজ বুধবার দেশটির বিচার বিভাগ এবং সামরিক সংস্থাকে লক্ষ্যবস্তু করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআই-এর উত্থানের জন্যও এই দুটি রাষ্ট্রযন্ত্রের কর্তাব্যক্তিদের দায়ী করে ‘পাকিস্তানের অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এ বিষয়ে ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ইসলামাবাদে পিএমএল-এনের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর এক ভাষণে নওয়াজ সরাসরি তাদের লক্ষ্যবস্তু করে বক্তব্য দেন—যারা একসময় তাঁকে ক্ষমতাচ্যুত করেছিলেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে রায় দিয়েছিল তারা আজ পদত্যাগ করছে। দেখুন, সাকিব নিসার আজ কোথায়।’
তিনি আরও বলেন, ‘এই (পিটিআই) লোকদের চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিপীড়ন করেননি, কিন্তু পাকিস্তানের জনগণকে নিপীড়ন করেছেন।’
পিটিআই নেতৃত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে নওয়াজ শরীফ বলেন, ‘আমরা এমন লোকদের মুখোমুখি হচ্ছি যারা যুক্তিতে বিশ্বাস করে না।’
পিএমএল-এনের সর্বোচ্চ নেতা এ সময় দাবি করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের অগ্রগতির পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। তা না হলে দেশটি একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতো।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাই শেহবাজ শরীফের নেতৃত্বের প্রশংসা করেন নওয়াজ। তিনি বলেন, ‘আমি যদি শেহবাজের জায়গায় থাকতাম, তবে আমি বেঁচে থাকতাম না।’
এ সময় প্রধানমন্ত্রী এবং জাতীয় পরিষদের স্পিকার পদে শেহবাজ শরীফ ও সরদার আয়াজ সাদিককে পিএমএল-এন থেকে মনোনয়ন দেওয়ায় তাঁদের অভিনন্দন জানান নওয়াজ। দেশে মুদ্রাস্ফীতির চাপের বিষয়টি তুলে ধরে এর থেকে দ্রুত উত্তরণের আশা প্রকাশ করেন তিনি। নওয়াজ বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, পাকিস্তান আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সংকট থেকে বেরিয়ে আসবে।’
ভাষণ দেন প্রধানমন্ত্রী মনোনীত শেহবাজ শরীফও। তিনি বড় ভাই নওয়াজ শরীফের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। নওয়াজের কৃতিত্বগুলো তুলে ধরে শেহবাজ উল্লেখ করেন—দেশের জন্য অসংখ্য অর্জনের পরও তাঁর ভাইয়ের সরকার উৎখাত হয়েছিল।
এক সময় ক্ষমতাচ্যুত হওয়ার প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ আজ বুধবার দেশটির বিচার বিভাগ এবং সামরিক সংস্থাকে লক্ষ্যবস্তু করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআই-এর উত্থানের জন্যও এই দুটি রাষ্ট্রযন্ত্রের কর্তাব্যক্তিদের দায়ী করে ‘পাকিস্তানের অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এ বিষয়ে ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ইসলামাবাদে পিএমএল-এনের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর এক ভাষণে নওয়াজ সরাসরি তাদের লক্ষ্যবস্তু করে বক্তব্য দেন—যারা একসময় তাঁকে ক্ষমতাচ্যুত করেছিলেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে রায় দিয়েছিল তারা আজ পদত্যাগ করছে। দেখুন, সাকিব নিসার আজ কোথায়।’
তিনি আরও বলেন, ‘এই (পিটিআই) লোকদের চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিপীড়ন করেননি, কিন্তু পাকিস্তানের জনগণকে নিপীড়ন করেছেন।’
পিটিআই নেতৃত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে নওয়াজ শরীফ বলেন, ‘আমরা এমন লোকদের মুখোমুখি হচ্ছি যারা যুক্তিতে বিশ্বাস করে না।’
পিএমএল-এনের সর্বোচ্চ নেতা এ সময় দাবি করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের অগ্রগতির পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। তা না হলে দেশটি একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতো।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাই শেহবাজ শরীফের নেতৃত্বের প্রশংসা করেন নওয়াজ। তিনি বলেন, ‘আমি যদি শেহবাজের জায়গায় থাকতাম, তবে আমি বেঁচে থাকতাম না।’
এ সময় প্রধানমন্ত্রী এবং জাতীয় পরিষদের স্পিকার পদে শেহবাজ শরীফ ও সরদার আয়াজ সাদিককে পিএমএল-এন থেকে মনোনয়ন দেওয়ায় তাঁদের অভিনন্দন জানান নওয়াজ। দেশে মুদ্রাস্ফীতির চাপের বিষয়টি তুলে ধরে এর থেকে দ্রুত উত্তরণের আশা প্রকাশ করেন তিনি। নওয়াজ বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, পাকিস্তান আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সংকট থেকে বেরিয়ে আসবে।’
ভাষণ দেন প্রধানমন্ত্রী মনোনীত শেহবাজ শরীফও। তিনি বড় ভাই নওয়াজ শরীফের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। নওয়াজের কৃতিত্বগুলো তুলে ধরে শেহবাজ উল্লেখ করেন—দেশের জন্য অসংখ্য অর্জনের পরও তাঁর ভাইয়ের সরকার উৎখাত হয়েছিল।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বয়কটের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ড্যানিশ ভোক্তারা কোকা-কোলা বয়কট করছেন।
৩২ মিনিট আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে