বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি প্রধানমন্ত্রীর টুইটের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ড. ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে আলোকপাত করতে গিয়ে শাহবাজ শরিফের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করা টুইটে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম বৈঠকের সাইডলাইনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এ দুই দেশের মধ্যে অনেক সাধারণ বিষয় ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করার সময় উভয় পক্ষই দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর জন্য তাদের অভিন্ন আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। আলোচনায় উভয় দেশের জনগণের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও জোর আরোপ করা হয়।’
টুইটে শাহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে লেখেন, ‘আমি বাংলাদেশের নেতাকে তাঁর পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে সরকারি সফরে যাওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছি।’
এর আগে, গত মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ওই দিন বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ হয়।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি প্রধানমন্ত্রীর টুইটের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ড. ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে আলোকপাত করতে গিয়ে শাহবাজ শরিফের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করা টুইটে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম বৈঠকের সাইডলাইনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এ দুই দেশের মধ্যে অনেক সাধারণ বিষয় ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করার সময় উভয় পক্ষই দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর জন্য তাদের অভিন্ন আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। আলোচনায় উভয় দেশের জনগণের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও জোর আরোপ করা হয়।’
টুইটে শাহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে লেখেন, ‘আমি বাংলাদেশের নেতাকে তাঁর পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে সরকারি সফরে যাওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছি।’
এর আগে, গত মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ওই দিন বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ হয়।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১৫ মিনিট আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩ ঘণ্টা আগে