ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ১৫ মাসের দীর্ঘ শেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার আগে সেখানে ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তবে গাজায় যুদ্ধবিরতি হলেও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি দখলদার বাহিনীর বন্দুকের নল। এরই মধ্যে আজ বৃহস্পতিবার ইসরায়েলিদের ড্রোন হামলায় একদিনে পশ্চিম তীরে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের সূত্র দিয়ে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদ প্রকাশকারী গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্রগুলো নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তাঁরা হলেন—ওমর বিশারাত (২৮), আবদুল্লাহ বানি আওদা (২২), মোহাম্মদ বানি আওদা (৩৬), ইব্রাহিম বানি আওদা (৩৩), ওসামা বানি আওদা (১৯), মুনতাসির বানি মতর (২৫), আবদুর রহমান খতিব (২০), সালেহ বানি মতর (১৯), সুলায়মান বিশারাত (২২) এবং জিহাদ বানি মতর (১৮)।
সূত্রগুলো জানিয়েছে, নিহত সবাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী তামুন ব্রিগেডের যোদ্ধা ছিলেন এবং এর কমান্ডার ছিলেন ওমর বিশারাত। তবে, কেবল ইসরায়েলি বাহিনী নয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীও তামুন ব্রিগেডের সদস্যদের গ্রেপ্তার বা হত্যা করার চেষ্টা করছে। গত মঙ্গলবার তারা ব্রিগেডের এক সদস্যকে গুলি করে আহত করার পর গ্রেপ্তার করে।
এর আগে, গত ২২ জানুয়ারি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ১০ জন নিহত হন। সেই বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেও ইসরায়েলের মৃত্যুর যন্ত্রণা পশ্চিম তীরে তীব্রতর হয়ে ১০ জনকে হত্যা করেছে।’ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনিনে ইসরায়েলি হামলায় এই ১০ জন নিহত হন। তিনি আরও বলেন, ‘যদি এটি থামাতে বাধ্য না করা হয়, তবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না। আমার কথাগুলো মনে রাখবেন।’
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে যায় ১৫ মাসের বেশি সময়। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারায় ৪৭ হাজার ফিলিস্তিনি। ৪৭ হাজার ফিলিস্তিনির লাশের ওপর দিয়ে অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতি শুরু হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ১৫ মাসের দীর্ঘ শেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার আগে সেখানে ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তবে গাজায় যুদ্ধবিরতি হলেও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি দখলদার বাহিনীর বন্দুকের নল। এরই মধ্যে আজ বৃহস্পতিবার ইসরায়েলিদের ড্রোন হামলায় একদিনে পশ্চিম তীরে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের সূত্র দিয়ে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদ প্রকাশকারী গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্রগুলো নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তাঁরা হলেন—ওমর বিশারাত (২৮), আবদুল্লাহ বানি আওদা (২২), মোহাম্মদ বানি আওদা (৩৬), ইব্রাহিম বানি আওদা (৩৩), ওসামা বানি আওদা (১৯), মুনতাসির বানি মতর (২৫), আবদুর রহমান খতিব (২০), সালেহ বানি মতর (১৯), সুলায়মান বিশারাত (২২) এবং জিহাদ বানি মতর (১৮)।
সূত্রগুলো জানিয়েছে, নিহত সবাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী তামুন ব্রিগেডের যোদ্ধা ছিলেন এবং এর কমান্ডার ছিলেন ওমর বিশারাত। তবে, কেবল ইসরায়েলি বাহিনী নয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীও তামুন ব্রিগেডের সদস্যদের গ্রেপ্তার বা হত্যা করার চেষ্টা করছে। গত মঙ্গলবার তারা ব্রিগেডের এক সদস্যকে গুলি করে আহত করার পর গ্রেপ্তার করে।
এর আগে, গত ২২ জানুয়ারি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ১০ জন নিহত হন। সেই বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেও ইসরায়েলের মৃত্যুর যন্ত্রণা পশ্চিম তীরে তীব্রতর হয়ে ১০ জনকে হত্যা করেছে।’ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনিনে ইসরায়েলি হামলায় এই ১০ জন নিহত হন। তিনি আরও বলেন, ‘যদি এটি থামাতে বাধ্য না করা হয়, তবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না। আমার কথাগুলো মনে রাখবেন।’
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে যায় ১৫ মাসের বেশি সময়। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারায় ৪৭ হাজার ফিলিস্তিনি। ৪৭ হাজার ফিলিস্তিনির লাশের ওপর দিয়ে অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতি শুরু হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ ঘণ্টা আগে