হজের বাকি আর মাত্র কয়েক দিন। ইতিমধ্যে হজ করতে সৌদি আরবে গেছেন বিভিন্ন দেশের হজযাত্রীরা। প্রতি বছর সৌদি আরবে বাদশাহর অতিথি হয়ে অনেকে হজ করার সুযোগ পান। এবার এই সুযোগ পাচ্ছেন ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রী।
গতকাল শনিবার বাদশাহ সালমান এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। সেখানে বলা হয়েছে, বাদশাহ এবার ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রীকে নিজ খরচে হজ করাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের অভিভাবক অতিথি প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীদের হজের সমস্ত ব্যয়ভার বহন করবে সৌদি সরকার।
সৌদি বাদশাহর অতিথিদের হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইসলামিক সম্পর্কবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-আসেখ। তিনি বলেছেন, মুসলিম ও ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন।
বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে আব্দুল লতিফ আরও বলেছেন, ‘এই অসাধারণ আয়োজন প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজারখানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।’
যেসব দেশের মুসলিমরা বাদশাহর অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। তাঁদের ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছে দেশটি।
এ মাসের শুরুতে ফিলিস্তিনের ১ হাজার মুসলিমের হজের ব্যবস্থা করার জন্য নির্দেশনা জারি করেন বাদশাহ সালমান।
ইতিমধ্যে সেনেগাল থেকে ৫৫৪ জনের হজযাত্রীদের প্রথম দল মদিনা থেকে মক্কায় পৌঁছেছেন। তাঁদের হজ পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে।
সেনেগালের হজবিষয়ক অফিসের কর্মকর্তারা হজযাত্রীদের জন্য প্রদত্ত সুবিধার জন্য সৌদি সরকারের কাছে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হজের বাকি আর মাত্র কয়েক দিন। ইতিমধ্যে হজ করতে সৌদি আরবে গেছেন বিভিন্ন দেশের হজযাত্রীরা। প্রতি বছর সৌদি আরবে বাদশাহর অতিথি হয়ে অনেকে হজ করার সুযোগ পান। এবার এই সুযোগ পাচ্ছেন ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রী।
গতকাল শনিবার বাদশাহ সালমান এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। সেখানে বলা হয়েছে, বাদশাহ এবার ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রীকে নিজ খরচে হজ করাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের অভিভাবক অতিথি প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীদের হজের সমস্ত ব্যয়ভার বহন করবে সৌদি সরকার।
সৌদি বাদশাহর অতিথিদের হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইসলামিক সম্পর্কবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-আসেখ। তিনি বলেছেন, মুসলিম ও ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন।
বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে আব্দুল লতিফ আরও বলেছেন, ‘এই অসাধারণ আয়োজন প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজারখানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।’
যেসব দেশের মুসলিমরা বাদশাহর অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। তাঁদের ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছে দেশটি।
এ মাসের শুরুতে ফিলিস্তিনের ১ হাজার মুসলিমের হজের ব্যবস্থা করার জন্য নির্দেশনা জারি করেন বাদশাহ সালমান।
ইতিমধ্যে সেনেগাল থেকে ৫৫৪ জনের হজযাত্রীদের প্রথম দল মদিনা থেকে মক্কায় পৌঁছেছেন। তাঁদের হজ পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে।
সেনেগালের হজবিষয়ক অফিসের কর্মকর্তারা হজযাত্রীদের জন্য প্রদত্ত সুবিধার জন্য সৌদি সরকারের কাছে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অস্ট্রিয়ার দানিউব নদীর উত্তরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামের গির্জার গুহায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি রহস্যময় মমি অবশেষে বিজ্ঞানের আলোয় উঠে এসেছে। ধারণা করা হতো, মমিটি ১৮ শতকের কোনো ধর্মযাজকের মরদেহ—যিনি সংক্রামক রোগে মারা গিয়েছিলেন এবং পরে কবর থেকে তুলে গির্জার গুহায় স্থানান্তরিত করা হয়।
৩২ মিনিট আগেভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
২ ঘণ্টা আগেশান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
৪ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
৫ ঘণ্টা আগে