ইসরায়েলি জিম্মিদের নতুন এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া দুই জিম্মিকে দেখা যায়। ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির সময় এই ভিডিও প্রকাশ করা হয়। এই সময় ইহুদিরা মিসরের দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি উদ্যাপন করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভিডিওটি অন্যান্য প্রকাশিত জিম্মি ভিডিও এর মতোই ধারণ করেছে ইসলামপন্থী গোষ্ঠীরা। এই গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে ইসরায়েল।
ভিডিওর দুই জিম্মিকে কিথ সিজেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুইজনই আলাদাভাবে ফাঁকা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ভিডিওতে তাঁরা পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের মুক্ত করার কথা বলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় নাহাল ওজে নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের সামনেই মিরানকে জিম্মি করে আনে হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।
সীমান্তবর্তী আরেক শহর থেকে সিজেল ও তাঁর স্ত্রীকে বন্দী করা হয়। সিজেল যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতির সময় তাঁর স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়।
ভিডিওর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সিজেল। গত বছর এই সময়টা পরিবারের সঙ্গে উদ্যাপনের কথা মনে করেন তিনি। এ সময় তিনি আবারও পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার আশা প্রকাশ করেন।
হামাসের নজিরবিহীন ওই হামলার সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করা হয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্ত করতে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি জিম্মিদের নতুন এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া দুই জিম্মিকে দেখা যায়। ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির সময় এই ভিডিও প্রকাশ করা হয়। এই সময় ইহুদিরা মিসরের দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি উদ্যাপন করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভিডিওটি অন্যান্য প্রকাশিত জিম্মি ভিডিও এর মতোই ধারণ করেছে ইসলামপন্থী গোষ্ঠীরা। এই গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে ইসরায়েল।
ভিডিওর দুই জিম্মিকে কিথ সিজেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুইজনই আলাদাভাবে ফাঁকা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ভিডিওতে তাঁরা পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের মুক্ত করার কথা বলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় নাহাল ওজে নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের সামনেই মিরানকে জিম্মি করে আনে হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।
সীমান্তবর্তী আরেক শহর থেকে সিজেল ও তাঁর স্ত্রীকে বন্দী করা হয়। সিজেল যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতির সময় তাঁর স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়।
ভিডিওর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সিজেল। গত বছর এই সময়টা পরিবারের সঙ্গে উদ্যাপনের কথা মনে করেন তিনি। এ সময় তিনি আবারও পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার আশা প্রকাশ করেন।
হামাসের নজিরবিহীন ওই হামলার সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করা হয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্ত করতে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৫ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২৩ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে