হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তাঁর সঙ্গে নিহত অন্যদের কফিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজের উত্তরাঞ্চলীয় শহর কুওমে নিয়ে যাওয়া হচ্ছে। এই শহরটিকে ইরানের দ্বিতীয় পবিত্রতম শহর হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সবচেয়ে পবিত্রতম শহর হিসেবে বিবেচিত হয় মাশহাদ। এই মাশহাদেই আবার জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট রাইসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে কুওম শহরের জামকারান মসজিদ এবং মাসউমে দরগায় নিহতদের মরদেহ রাখা হবে কিছু সময়ের জন্য।
ধর্মীয় গুরুত্ব ছাড়াও কুওম শহরের অন্য তাৎপর্য হলো—এই শহরেই ধর্মীয় বিষয়ে পড়াশোনা করেছিলেন প্রয়াত রাইসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কুওম শহরের পবিত্র স্থানগুলো প্রদক্ষিণ শেষে নিহতদের মরদেহ দেশটির রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নিয়ে আসা হবে।
গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ রাষ্ট্রের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ওই প্রদেশের রাজধানী শহর তাবরিজে। আজ মঙ্গলবার সেখানেই শুরু হয়েছে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়া কয়েক দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে বিবিসি সহ একাধিক গণমাধ্যম।
বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাইসি সহ তাঁর নিহত সঙ্গীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তাবরিজ শহরে জড়ো হয়েছে ইরানের অসংখ্য মানুষ। অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই তাবরিজ শহরে সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করেছিল। গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, নিহতদের মরদেহ রাখা হয়েছে ফুল দিয়ে সাজানো একটি ট্রাকের ওপর। আর ওই ট্রাক ঘিরে আছে হাজারো মানুষ। মরদেহবাহী ট্রাক এবং কফিনগুলোকে ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছু ছবিতে মরদেহের জন্য অপেক্ষারত মানুষদের রাস্তার দুই পাশে অবস্থান করতেও দেখা গেছে।
অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তাবরিজে উপস্থিত হয়েছেন ইরান সরকারের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরাও। তাবরিজ থেকে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি টেলিভিশনের লাইভ সম্প্রচারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি বলেছেন, এ ধরনের দুর্ঘটনা যদি পৃথিবীর অন্য কোনো দেশে সংঘটিত হতো তবে এর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতো। কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বে ইরান এই ঘটনাটি সহজেই অতিক্রম করবে।’
পুরো ইরানজুড়েই এদিন অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এবং স্থানের উল্লেখ করে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। রাষ্ট্রীয়ভাবেও এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তাঁর সঙ্গে নিহত অন্যদের কফিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজের উত্তরাঞ্চলীয় শহর কুওমে নিয়ে যাওয়া হচ্ছে। এই শহরটিকে ইরানের দ্বিতীয় পবিত্রতম শহর হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সবচেয়ে পবিত্রতম শহর হিসেবে বিবেচিত হয় মাশহাদ। এই মাশহাদেই আবার জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট রাইসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে কুওম শহরের জামকারান মসজিদ এবং মাসউমে দরগায় নিহতদের মরদেহ রাখা হবে কিছু সময়ের জন্য।
ধর্মীয় গুরুত্ব ছাড়াও কুওম শহরের অন্য তাৎপর্য হলো—এই শহরেই ধর্মীয় বিষয়ে পড়াশোনা করেছিলেন প্রয়াত রাইসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কুওম শহরের পবিত্র স্থানগুলো প্রদক্ষিণ শেষে নিহতদের মরদেহ দেশটির রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নিয়ে আসা হবে।
গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ রাষ্ট্রের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ওই প্রদেশের রাজধানী শহর তাবরিজে। আজ মঙ্গলবার সেখানেই শুরু হয়েছে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়া কয়েক দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে বিবিসি সহ একাধিক গণমাধ্যম।
বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাইসি সহ তাঁর নিহত সঙ্গীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তাবরিজ শহরে জড়ো হয়েছে ইরানের অসংখ্য মানুষ। অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই তাবরিজ শহরে সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করেছিল। গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, নিহতদের মরদেহ রাখা হয়েছে ফুল দিয়ে সাজানো একটি ট্রাকের ওপর। আর ওই ট্রাক ঘিরে আছে হাজারো মানুষ। মরদেহবাহী ট্রাক এবং কফিনগুলোকে ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছু ছবিতে মরদেহের জন্য অপেক্ষারত মানুষদের রাস্তার দুই পাশে অবস্থান করতেও দেখা গেছে।
অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তাবরিজে উপস্থিত হয়েছেন ইরান সরকারের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরাও। তাবরিজ থেকে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি টেলিভিশনের লাইভ সম্প্রচারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি বলেছেন, এ ধরনের দুর্ঘটনা যদি পৃথিবীর অন্য কোনো দেশে সংঘটিত হতো তবে এর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতো। কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বে ইরান এই ঘটনাটি সহজেই অতিক্রম করবে।’
পুরো ইরানজুড়েই এদিন অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এবং স্থানের উল্লেখ করে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। রাষ্ট্রীয়ভাবেও এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে