স্থল অভিযানকে সামনে রেখে গাজার উত্তর অংশে বসবাস করা প্রায় ১১ লাখ মানুষকে দক্ষিণ অংশে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এ অবস্থায় উপত্যকার উত্তর অংশ থেকে দক্ষিণে বিপুলসংখ্যক ফিলিস্তিনি সরে যায়। তারপরও গাজার উত্তর অংশে তিন থেকে চার লাখ মানুষ রয়ে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস।
আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে লিন হেস্টিংস এই তথ্য দেন। তিনি আরও জানান, গাজা উপত্যকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করছে; যা কি-না সামর্থ্যের তুলনায় আড়াই গুন বেশি।
গাজার বসবাস অঞ্চলগুলোর অর্ধেক বাড়ি-ঘরই ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে লিন জানান, আজ শুক্রবার উপত্যকায় সাহায্য পণ্য নিয়ে মাত্র ৮টি ট্রাক প্রবেশ করেছে। এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। কারণ সংঘাত শুরু হওয়ার একদিন আগেও সেখানে সাড়ে চার শ ট্রাক প্রবেশ করেছিল। এ অবস্থায় গাজায় অবস্থান করা ফিলিস্তিনিরা খাদ্য ও পানীয়ের তীব্র সংকটে রয়েছে।
লিন বলেন, ‘যেখানেই মানুষ সীমাহীন প্রয়োজন নিয়ে বসবাস করছে সেখানেই আমাদের সাহায্য পৌঁছে দিতে হবে।’
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে—গাজায় বিধ্বস্ত হওয়া বাড়ি-ঘরের ধ্বংসাবশেষের নিচে অন্তত ১ হাজার মরদেহ চাপা পড়ে আছে। গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষদের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’
স্থল অভিযানকে সামনে রেখে গাজার উত্তর অংশে বসবাস করা প্রায় ১১ লাখ মানুষকে দক্ষিণ অংশে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এ অবস্থায় উপত্যকার উত্তর অংশ থেকে দক্ষিণে বিপুলসংখ্যক ফিলিস্তিনি সরে যায়। তারপরও গাজার উত্তর অংশে তিন থেকে চার লাখ মানুষ রয়ে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস।
আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে লিন হেস্টিংস এই তথ্য দেন। তিনি আরও জানান, গাজা উপত্যকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করছে; যা কি-না সামর্থ্যের তুলনায় আড়াই গুন বেশি।
গাজার বসবাস অঞ্চলগুলোর অর্ধেক বাড়ি-ঘরই ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে লিন জানান, আজ শুক্রবার উপত্যকায় সাহায্য পণ্য নিয়ে মাত্র ৮টি ট্রাক প্রবেশ করেছে। এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। কারণ সংঘাত শুরু হওয়ার একদিন আগেও সেখানে সাড়ে চার শ ট্রাক প্রবেশ করেছিল। এ অবস্থায় গাজায় অবস্থান করা ফিলিস্তিনিরা খাদ্য ও পানীয়ের তীব্র সংকটে রয়েছে।
লিন বলেন, ‘যেখানেই মানুষ সীমাহীন প্রয়োজন নিয়ে বসবাস করছে সেখানেই আমাদের সাহায্য পৌঁছে দিতে হবে।’
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে—গাজায় বিধ্বস্ত হওয়া বাড়ি-ঘরের ধ্বংসাবশেষের নিচে অন্তত ১ হাজার মরদেহ চাপা পড়ে আছে। গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষদের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি খ্রিষ্টান সম্প্রদায়কে অস্থির করার এবং বাইরের হস্তক্ষেপকে বৈধ মোড়কে আনার একটি কৌশল। এর দুই দিন আগে গণমাধ্যমে দাবি করা হয়েছিল ‘ক্রিশ্চিয়ান মিলিটারি কাউন্সিল’ গঠন হয়েছে এলিয়াস সাব নামে একজনের নেতৃত্বে। যদিও, এখন পর্যন্ত এই নামে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
১২ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর তাতে বেজায় চটেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
৩২ মিনিট আগেইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গতকাল বুধবার রাতে ঘোষণা করেছেন, তিনি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে নতুন ‘ই–ওয়ান’ বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন। তিনি বলেন, ‘এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই-নেটের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়, আন্তর্জাতিক চাপ, সমালোচনার সঙ্গে যেন পাল্লা দিয়েই গাজায় বাড়ছে ইসরায়েলি বর্বরতা। গাজায় অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কয়েকগুণ বেশি আগ্রাসী ইসরায়েল। প্রতিদিনই নির্বিচারে শয়ে শয়ে বেসামরিক মানুষ হত্যা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ।
২ ঘণ্টা আগে