অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে