Ajker Patrika

ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা

ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয় দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলোর জোট। 

ভোটে কারচুপির আশঙ্কায় পর্যবেক্ষকদের কেন্দ্রগুলোকে কঠোর নজরদারিতে রাখতে আগেই নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিরোধী জোট। তবে গতকাল জোটের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, অনেক কেন্দ্র থেকে তাঁদের পর্যবেক্ষকদের বের করে দেওয়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদের প্রধান এলভিস আমোরোসো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গতকাল তৃতীয় দফায় মাদুরোর নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। তবে ভোটের ফলাফল চ্যালেঞ্জের কথা জানিয়েছে বিরোধী দলগুলোর জোট। 

দীর্ঘ ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো। রোববারের নির্বাচনের আগে গত বৃহস্পতিবার ছিল এবারের নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন রাজধানী কারাকাসের রাস্তায় বিশাল নির্বাচনী সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেয় পিএসইউভি পার্টি। সমাবেশে বিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মাদুরো। তাঁর দাবি, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। এ সময় সমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ তাঁর বক্তব্যের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। যদিও নির্বাচনপূর্ব বিভিন্ন জনমত জরিপে মাদুরোর চেয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়েছিল। 

গতকাল ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ‘পুরো দুনিয়াকে এটা জানাতে চাই, দেশের প্রতিটি রাজ্যে আমরা বিজয়ী হয়েছি।’ এ সময় ৭০ শতাংশ ভোটে জয়ী হওয়ার দাবি করেন তিনি। 

এদিকে গতকাল ঘোষিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তবে মাদুরোর মিত্র হিসেবে পরিচিত কিউবা বলেছে, ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং বিপ্লব বিজয়ী হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত