ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয় দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলোর জোট।
ভোটে কারচুপির আশঙ্কায় পর্যবেক্ষকদের কেন্দ্রগুলোকে কঠোর নজরদারিতে রাখতে আগেই নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিরোধী জোট। তবে গতকাল জোটের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, অনেক কেন্দ্র থেকে তাঁদের পর্যবেক্ষকদের বের করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদের প্রধান এলভিস আমোরোসো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গতকাল তৃতীয় দফায় মাদুরোর নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। তবে ভোটের ফলাফল চ্যালেঞ্জের কথা জানিয়েছে বিরোধী দলগুলোর জোট।
দীর্ঘ ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো। রোববারের নির্বাচনের আগে গত বৃহস্পতিবার ছিল এবারের নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন রাজধানী কারাকাসের রাস্তায় বিশাল নির্বাচনী সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেয় পিএসইউভি পার্টি। সমাবেশে বিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মাদুরো। তাঁর দাবি, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। এ সময় সমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ তাঁর বক্তব্যের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। যদিও নির্বাচনপূর্ব বিভিন্ন জনমত জরিপে মাদুরোর চেয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়েছিল।
গতকাল ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ‘পুরো দুনিয়াকে এটা জানাতে চাই, দেশের প্রতিটি রাজ্যে আমরা বিজয়ী হয়েছি।’ এ সময় ৭০ শতাংশ ভোটে জয়ী হওয়ার দাবি করেন তিনি।
এদিকে গতকাল ঘোষিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তবে মাদুরোর মিত্র হিসেবে পরিচিত কিউবা বলেছে, ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং বিপ্লব বিজয়ী হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয় দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলোর জোট।
ভোটে কারচুপির আশঙ্কায় পর্যবেক্ষকদের কেন্দ্রগুলোকে কঠোর নজরদারিতে রাখতে আগেই নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিরোধী জোট। তবে গতকাল জোটের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, অনেক কেন্দ্র থেকে তাঁদের পর্যবেক্ষকদের বের করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদের প্রধান এলভিস আমোরোসো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গতকাল তৃতীয় দফায় মাদুরোর নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। তবে ভোটের ফলাফল চ্যালেঞ্জের কথা জানিয়েছে বিরোধী দলগুলোর জোট।
দীর্ঘ ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো। রোববারের নির্বাচনের আগে গত বৃহস্পতিবার ছিল এবারের নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন রাজধানী কারাকাসের রাস্তায় বিশাল নির্বাচনী সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেয় পিএসইউভি পার্টি। সমাবেশে বিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মাদুরো। তাঁর দাবি, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। এ সময় সমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ তাঁর বক্তব্যের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। যদিও নির্বাচনপূর্ব বিভিন্ন জনমত জরিপে মাদুরোর চেয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়েছিল।
গতকাল ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ‘পুরো দুনিয়াকে এটা জানাতে চাই, দেশের প্রতিটি রাজ্যে আমরা বিজয়ী হয়েছি।’ এ সময় ৭০ শতাংশ ভোটে জয়ী হওয়ার দাবি করেন তিনি।
এদিকে গতকাল ঘোষিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তবে মাদুরোর মিত্র হিসেবে পরিচিত কিউবা বলেছে, ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং বিপ্লব বিজয়ী হয়েছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৯ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১০ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১০ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১১ ঘণ্টা আগে