Ajker Patrika

ভারতে ফের বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬ 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৮
ভারতে ফের বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬ 

ভারতে নতুন করে আবার করোনার সংক্রমণ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৪৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ২৬ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১২ জনই কেরালা রাজ্যের। দেশজুড়ে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৪২।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনার সংক্রমণ থেকে সেরে ওঠার হার ৯৮ দশমিক ৩১ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৬১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ১ দশমিক ৭৩ শতাংশ।

ভারতীয় আরেক গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন করে ২৬ জনের মৃত্যুর পর ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৪২৯। ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ২৭১ জন। দেশটিতে করোনায় মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে ১ দশমিক ১৯ শতাংশ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতে করোনার টিকাদান কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২১৭ কোটি ১১ লাখ টিকা দেওয়া হয়েছে।

এদিকে করোনার আপডেট বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ১৪ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ১০০ জন কম। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬৫ লাখ ৩৫ হাজার ৯৯২ জন মারা গেছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছিল। এরপর ২০২০ সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত