প্রতিনিধি
কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলতে গিয়ে বাংলাদেশের উদাহরণ টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সোমবার মালদায় তিনি বলেন, ‘রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্তানা হয়ে যাচ্ছে। রাজ্য সরকার কিছুই করছে না।’
তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষের কটাক্ষ, ‘দিলীপবাবুর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাঁর কথার কোনো গুরুত্ব নেই।’
প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এমন বেফাঁস মন্তব্যের সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনকে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা খতিয়ে দেখার নির্দেশ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট।
পশ্চিমবঙ্গে ভোটের পর ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছে তৃণমূল–এই অভিযোগ বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ‘উগ্রপন্থীদের সরকার’ বলেও মন্তব্য করেন। কথা প্রসঙ্গে তিনি সিরিয়া, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশেরও তুলনা টানেন। তাঁর এই মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।
দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করায় তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘মানুষ ওঁর (দিলীপ ঘোষ) কথায় পাত্তা দেয় না। এসব বলে নিজেকে পরিহাসের পাত্র করে তুলেছেন।’
এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টেরই পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই আপিল খারিজ করে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন ডিভিশন বেঞ্চ।
করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ বিতর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, করোনায় মৃত সবার পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দিলে অন্যভাবে মৃতদের প্রতি অবিচার করা হবে বলেও সরকার সর্বোচ্চ আদালতকে জানিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত অবশ্য রায়দান স্থগিত রেখেছেন। কিন্তু বিরোধীরা কড়া সমালোচনা শুরু করেছেন মোদি সরকারের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতে, সমস্ত মৃত্যুই দুঃখজনক হলেও দুর্যোগ মোকাবিলা আইনে কোভিডে মৃতদের সাহায্য দিতেই পারে সরকার। তা ছাড়া কোভিডে অনেকেই চিকিৎসার অব্যবস্থার কারণে মারা গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ের মতে, কোভিড রোগীদের ক্ষতিপূরণের প্রশ্নে মোদি সরকারের অমানবিক মুখটাই ধরা পড়েছে। তাঁর অভিযোগ, শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মওকুফ করে দিতে পারলেও কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রশ্নে সরকার মোটেই ইচ্ছুক নয়।
ভারতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৪২২। ১৩৫ কোটির দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ২৫৬ জন গত ২৪ ঘণ্টাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তবে ভারতে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে। পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতেও করোনা আক্রান্তের হার অনেকটাই কমের দিকে। টিকা প্রয়োগে গতি আসাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করছে সরকার। তবে অক্টোবরে কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে গোটা দেশে। তাই জারি রয়েছে কোভিড বিধিনিষেধ।
কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলতে গিয়ে বাংলাদেশের উদাহরণ টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সোমবার মালদায় তিনি বলেন, ‘রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্তানা হয়ে যাচ্ছে। রাজ্য সরকার কিছুই করছে না।’
তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষের কটাক্ষ, ‘দিলীপবাবুর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাঁর কথার কোনো গুরুত্ব নেই।’
প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এমন বেফাঁস মন্তব্যের সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনকে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা খতিয়ে দেখার নির্দেশ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট।
পশ্চিমবঙ্গে ভোটের পর ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছে তৃণমূল–এই অভিযোগ বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ‘উগ্রপন্থীদের সরকার’ বলেও মন্তব্য করেন। কথা প্রসঙ্গে তিনি সিরিয়া, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশেরও তুলনা টানেন। তাঁর এই মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।
দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করায় তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘মানুষ ওঁর (দিলীপ ঘোষ) কথায় পাত্তা দেয় না। এসব বলে নিজেকে পরিহাসের পাত্র করে তুলেছেন।’
এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টেরই পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই আপিল খারিজ করে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন ডিভিশন বেঞ্চ।
করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ বিতর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, করোনায় মৃত সবার পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দিলে অন্যভাবে মৃতদের প্রতি অবিচার করা হবে বলেও সরকার সর্বোচ্চ আদালতকে জানিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত অবশ্য রায়দান স্থগিত রেখেছেন। কিন্তু বিরোধীরা কড়া সমালোচনা শুরু করেছেন মোদি সরকারের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতে, সমস্ত মৃত্যুই দুঃখজনক হলেও দুর্যোগ মোকাবিলা আইনে কোভিডে মৃতদের সাহায্য দিতেই পারে সরকার। তা ছাড়া কোভিডে অনেকেই চিকিৎসার অব্যবস্থার কারণে মারা গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ের মতে, কোভিড রোগীদের ক্ষতিপূরণের প্রশ্নে মোদি সরকারের অমানবিক মুখটাই ধরা পড়েছে। তাঁর অভিযোগ, শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মওকুফ করে দিতে পারলেও কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রশ্নে সরকার মোটেই ইচ্ছুক নয়।
ভারতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৪২২। ১৩৫ কোটির দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ২৫৬ জন গত ২৪ ঘণ্টাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তবে ভারতে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে। পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতেও করোনা আক্রান্তের হার অনেকটাই কমের দিকে। টিকা প্রয়োগে গতি আসাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করছে সরকার। তবে অক্টোবরে কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে গোটা দেশে। তাই জারি রয়েছে কোভিড বিধিনিষেধ।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১২ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২০ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে