Ajker Patrika

মোদির মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে চন্দ্রবাবু নাইডুর দলের ৩ নেতার

আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭: ৪৮
মোদির মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে চন্দ্রবাবু নাইডুর দলের ৩ নেতার

নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) তিনবারের সংসদ সদস্য কিঞ্জারাপু রামমোহন নাইডু। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরে বলা হয়েছে, মোদির মন্ত্রিসভায় দুটি প্রতিমন্ত্রীর পদ ছাড়াও টিডিপি একটি ক্যাবিনেট মন্ত্রীর পদ পাওয়ার আশা করছে। যদিও দলটি চারটি পদের জন্য আবেদন করেছে—দুটি মন্ত্রিসভা এবং দুটি এমওএস পদ। নাম প্রকাশ না করার শর্তে দলের এক নেতা বলেন, দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কিঞ্জারাপু ইয়েরান নাইডুর মৃত্যুর পর তাঁর ছেলে রামমোহন নাইডু ২০১২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। কিঞ্জারাপু ইয়েরান নাইডু ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এইচডি দেবগৌড়া এবং আই কে গুজরালের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টিডিপি নেতা আরও বলেন, ‘প্রকৌশলে স্নাতক এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর রামমোহন নাইডুর অসাধারণ বাগ্মী দক্ষতা রয়েছে। চন্দ্রবাবু নাইডু তাকে (রামমোহন) মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য সুপারিশ করবেন।’

টিডিপির আরও দুই নেতা জায়গা পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে। তাঁরা হলেন গুন্টুর থেকে পেমমাসানি চন্দ্রশেখর এবং নেলোরের ভেমিরেডি প্রভাকর রেড্ডি।

টিডিপির সেই নেতা বলেন, এনআরআই বিনিয়োগকারীদের সঙ্গে দারুণ সংযোগ রয়েছে চন্দ্রশেখরের। অন্যদিকে, প্রভাকর রেড্ডি করপোরেট সার্কেলে একজন প্রভাবশালী ব্যক্তি। তারা রাজ্যে বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবেন।

মন্ত্রিসভায় টিডিপি চতুর্থ স্থান পেলে চন্দ্রবাবু নাইডু তফসিলি জাতি সম্প্রদায়ের একজন এমপির নাম প্রস্তাব করতে পারেন। সেখানে চিতোরের ডি প্রসাদা রাও কিংবা বাপাতলার টি কৃষ্ণ প্রসাদের নাম আসতে পারে।

টিডিপি নেতা বলেছিলেন যে, বিজেপি টিডিপিকে ডেপুটি স্পিকার পদ দিতে রাজি হলে চন্দ্রবাবু নাইডু আমলাপুরার জিএম হরিশ বালযোগীর নাম সুপারিশ করতে পারেন। হরিশ বালযোগী লোকসভার প্রাক্তন স্পিকার জিএমসি বালযোগীর ছেলে। অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বাধীন সরকারের প্রথম বছরগুলোতে স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন জিএমসি বালযোগী।

মাছলিপত্তনম থেকে জনসেনা পার্টির (জেএসপি) বল্লভনেনি বালা শোরিকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন মোদি। টিডিপি নেতা বলেন, অন্ধ্র প্রদেশের বিজেপি সাংসদদের মধ্যে দলের রাজ্য ইউনিটের সভাপতি ডাজ্ঞুবাতি পুরন্দেশ্বরী সুযোগ পেতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত