Ajker Patrika

আসামের তিন জেলায় বন্যা, পরিস্থিতি অবনতির আশঙ্কা 

প্রতিনিধি ,কলকাতা 
আসামের তিন জেলায় বন্যা, পরিস্থিতি অবনতির আশঙ্কা 

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের তিনটি জেলা বন্যা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অনুমান, আগামী কয়েক দিন ব্যাপক বৃষ্টি হতে পারে। ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
 
চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে।সোমবার আসামের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে বহু মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া। 

আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চিরাগ, ধেমাজি ও ডিব্রুগড় জেলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত। মরিগাঁও জেলার মাইবং থেকেও ব্রহ্মপুত্রের বন্যার খবর পাওয়া গেছে।
 
রবিবার পর্যন্ত সরকারি হিসাবেই রাজ্যের ১৫ হাজার ১৮১ জন বন্যার কারণে ঘরছাড়া। সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ৬৫৬ জন। সবচেয়ে খারাপ পরিস্থিতি ধেমাজি জেলার।
 
এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, আসাম ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আগামী চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজের নির্দেশ দেন তিনি। তবে এখনও আসামে প্রাণহানির কোনও খবর নেই।
 
ইতিমধ্যেই নদীর পানি বাড়তে থাকায় বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া ও কোকরাঝাড় জেলায় শুরু হয়েছে ভাঙন। ফলে প্রতি বছরের মতো এবারও ব্রহ্মপুত্রের ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে শুর করেছেন।
 
উল্লেখ্য, বছরে তিন বার রাজ্য জুড়ে বন্যা আসামে রুটিন হয়ে উঠেছে। মানুষের পাশাপাশি বহু প্রাণী ভেসে যায় বন্যার পানিতে। তবে এ বছর বন্যার দাপট এখনও তেমন একটা দেখা যায়নি।
 
আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সঞ্জয় অনিল সাউ জানিয়েছেন, আগামী চার দিন প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
 
তাই বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকছে। আসাম ছাড়াও ভারতের উত্তর প্রদেশ, বিহার থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের বহু এলাকা বন্যা কবলিত। তাই সতর্ক রাখা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত