Ajker Patrika

শাওমির সাড়ে ৫ হাজার কোটি রুপি জব্দ 

শাওমির সাড়ে ৫ হাজার কোটি রুপি জব্দ 

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাড়ে ৫ হাজার কোটি রুপির বেশি অর্থ জব্দ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ভারতের বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নিয়েছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি যা ভারতে শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। প্রতিষ্ঠানটি MI ব্র্যান্ড নামে ভারতে মোবাইল ফোনের পরিবেশক। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ভারতের ফরেইন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট—১৯৯৯ এর অধীনে শাওমির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৫৫১ দশমিক ২৭ কোটি রুপি বাজেয়াপ্ত করেছে। 

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘অবৈধ রেমিট্যান্স’ সংক্রান্ত তদন্ত শুরু করে। শাওমি ২০১৪ সালে ভারতে কার্যক্রম শুরু করে এবং ২০১৫ সাল থেকে ভারত থেকে অর্থ পাঠানো শুরু করে। শাওমি এখন পর্যন্ত তিনটি বিদেশি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫৫১ দশমিক ২৭ কোটি রুপির কোটির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করেছে। তদন্ত সংস্থা জানিয়েছে, যার মধ্যে একটি আবার শাওমিরই অঙ্গ প্রতিষ্ঠান। 

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) জানিয়েছে, ‘রয়্যালটির নামে বিপুল পরিমাণ অর্থ তাদের (শাওমির) চীনা মূল প্রতিষ্ঠানের নির্দেশেই পাঠানো হয়েছিল। বাকি দুটি মার্কিন প্রতিষ্ঠান শাওমির সঙ্গে সম্পর্কহীন হওয়া তাদের কাছে পাঠানো হয়েছে। অথচ, শাওমি ইন্ডিয়া এই তিনটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো পরিষেবাই নেয়নি।’ 

এদিকে, শাওমির অর্থ জব্দের বিষয়টি ছড়িয়ে পড়লে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত