Ajker Patrika

ভারত-চীন সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছে: এস জয়শঙ্কর

লোকসভার শীতকালীন অধিবেশনে ভারত-চীন সম্পর্ক নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
লোকসভার শীতকালীন অধিবেশনে ভারত-চীন সম্পর্ক নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টায় ভারত-চীন সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার লোকসভার শীতকালীন অধিবেশনে ভারত-চীন সম্পর্ক নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে ‘লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি)’ বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। সীমানা নিয়ে দ্বন্দ্বের ‘ন্যায্য ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য’ সমাধানে পৌঁছাতে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ভারত।

তিনি আরও বলেন, সীমান্তে শান্তি বিঘ্নিত হওয়ায় ২০২০ সাল থেকে ভারত-চীন সম্পর্ক অস্বাভাবিক অবস্থায় রয়েছে। অনেক ক্ষেত্রে সম্পর্ক এগোলেও সাম্প্রতিক ঘটনা নেতিবাচক দিকে মোড় দিয়েছে। সম্পর্ক উন্নয়নের প্রধান শর্ত হলো— সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

সীমান্ত থেকে সেনার সংখ্যা হ্রাসকে ‘প্রধান অগ্রাধিকার’ হিসেবে তুলে ধরে জয়শঙ্কর বলেন, ‘আমরা সেনা সংখ্যা কমানো ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চালিয়ে যাব। বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরানোর পর ধাপে ধাপে অন্য বিষয়ে আলোচনা শুরু হবে।’

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাওসে অনুষ্ঠিত ১১তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করেন।

সম্প্রতি, ভারত ও চীনের সেনারা পূর্ব লাদাখের ডেমচক এবং দেপসাং এলাকায় প্রতি সপ্তাহে পালা করে টহল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরে প্রথম পর্যায়ের টহল সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একবার টহল দেবে। এটি সীমান্তে উত্তেজনা কমাতে এবং বিশ্বাস স্থাপন করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

একাধিক রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক পর্যায়ের আলোচনার ফল এ চুক্তি। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে দুই দেশ নিয়মিত এরকম আলোচনা চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত